বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পুরাতন মালদহ পুরসভাগামী রাস্তায় ধস রুখতে বোল্ডার বসানো শুরু

সংবাদদাতা, পুরাতন মালদহ: বর্ষার আগেই পুরাতন মালদহ শহরের মহানন্দা নদীর ধারে ৫ নম্বর ওয়ার্ডে পুরসভাগামী রাস্তায় ধস রুখতে বোল্ডার বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার ওই এলাকায় গিয়ে  দেখা যায় ধসপ্রবণ এলাকায় পাথর দিয়ে শক্ত করে বাঁধানোর কাজ চলছে। অনেক পাথর মজুত করা রয়েছে। এই কাজকে স্থানীয় বাসিন্দারা এবং কাউন্সিলার সাধুবাদ জানিয়েছেন। পূর্তদপ্তরের মালদহের এক পদস্থ আধিকারিক বলেন, বর্ষার জল উঠলে রাস্তার মাটি ধুয়ে যায়। সেজন্য বোল্ডার দিয়ে কাজ হচ্ছে। এতে ওই রাস্তা সুরক্ষিত থাকবে। সেখানে যেমন প্রয়োজন হবে, সেই অনুয়ায়ী কাজ হচ্ছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুর ভবনের সামনে মহানন্দা নদী রয়েছে। ওই নদী থেকে কিছুটা দূরে পুরসভাগামী নবাবগঞ্জ যাওয়ার রাস্তা। সেটা পূর্তদপ্তরের অধীনে। ফি বছর বর্ষার সময় মহানন্দার জল বাড়লে রাস্তার কাছে জল চলে আসে। জল নামার সময় মাটি ধসে যায়। 
ভারী বৃষ্টি হলেও একই সমস্যা হয়। এনিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন। এবার কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি। এলাকার বাসিন্দা টুলু শেখ বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অটো, টোটো, বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে শাকমোহন বটগাছ এলাকায় রাস্তার মাটি ধসে যাচ্ছে। এটা অনেক বছরের সমস্যা। মাঝেমধ্যে অল্প করে মেরামতের কাজ হয়। ফের ভেঙে যায়। এমনভাবে চলতে থাকলে গুরুত্বপূর্ণ রাস্তার খুব ক্ষতি হতো। বর্ষা এখনও আসেনি। তার আগে বোল্ডার দিয়ে কাজ হচ্ছে। সত্যিই ভালো উদ্যোগ। 
পুরাতন মালদহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদী বলেন,  প্রয়াত সাংসদ গনিখান চৌধুরী পাঁচ দশক আগে বোল্ডার দিয়ে বাঁধানোর কাজ করেছিলেন। সেগুলি ক্ষয়ে গিয়েছে। আমরা অতীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্টমন্ত্রী , জেলাশাসককে বলেছিলাম। তাঁরা এসে দেখে গিয়েছিলেন। এখন ওই কাজ হচ্ছে। কাজ শুরু না হলে ভবিষ্যতে অনেক বাড়ি নদীতে চলে যেত। পুরসভার পিছনে আমাদের এলাকায় আরও ধসের সমস্যা রয়েছে। আগামীতে সেখানেও কাজ হবে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা