বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

টেবিল টেনিসই মেলাল তিন নেতাকে, সবাইকে পাশে নিয়েই মান্তুর অ্যাকাডেমির পথ চলা শুরু

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: টেবিল টেনিস মেলাল তৃণমূল, বিজেপি এবং সিপিএমকে। শিলিগুড়ির গর্ব  অর্জুন মান্তু ঘোষের ডাকে এক মঞ্চে বসলেন শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি প্রাক্তন মেয়র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। ছিলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, প্রাক্তন ডেপুটি মেয়র বিজেপি নেতা নান্টু পাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তন ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত, বঙ্গরত্ন প্রাপ্ত চিকিৎসক শেখর চক্রবর্তী, রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামীজি সহ আরও অনেক বিশিষ্ট।
রবিবার শিলিগুড়ি বাবুপাড়ায় নিজের বাড়িতে মান্তুর টেবিল টেনিস অ্যাকাডেমির উদ্বোধনে রাজনীতির এই মেলবন্ধন ঘটল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইংরেজি নতুন বছরের সেরা ফ্রেম এটি। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তিন দলের এই শীর্ষ নেতারা এভাবে কবে মিলিত হয়েছেন তা কেউই মনে করতে পারছেন না।
এদিনের অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ তালিকা নির্বাচনের ক্ষেত্রে মান্তু রাজনীতির ভেদাভেদকে দূরে সরিয়ে রেখেছেন। অনুষ্ঠান শেষে মান্তু এবং তাঁর স্বামী জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায় বলেন, শিলিগুড়ির টেবিল টেনিসের উন্নয়নের ক্ষেত্রে এঁদের সকলেরই অবদান রয়েছে। আমরা শিলিগুড়ি টেবিল টেনিসের যে নতুন মাইলস্টোন স্থাপন করতে চলেছি সেই শুভক্ষণে আমরা সকলকেই পাশে পেতে চেয়েছি। কারও একার পক্ষে শিলিগুড়ি টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা সকলকে নিয়ে চলতে চাই।
মেয়র গৌতম দেব, বিধায়ক শঙ্কর ঘোষ, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যরাও এই সুন্দর অনুষ্ঠানে তাদের বক্তব্যে রাজনীতির কথা বলেননি।
সুব্রত রায় তাঁর বক্তব্যে শিলিগুড়ি টেবিল টেনিসকে আবার দেশের শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য বিধায়ক শঙ্কর ঘোষ, মেয়র গৌতম দেবের বিশেষ সহযোগিতা আহ্বান করেন। ইন্ডোর স্টেডিয়ামের প্রয়োজন  ও  খেলো ইন্ডিয়ার  আয়োজনের কথা তিনি উল্লেখ করেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তাঁর বক্তব্যে এব্যাপারে আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি জংশনে রেলের একটি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে। সেই স্টেডিয়াম যাতে টেবিল টেনিসের জন্য ব্যবহার করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেব। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব খেলো ইন্ডিয়া আসর শিলিগুড়িতে আনার জন্য।
অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়ি টেবিল টেনিসে মান্তুর বিরাট অবদান রয়েছে। আমি সব সময় ওঁর পাশে ছিলাম, আছি, থাকব। ওঁর এই উদ্যোগ সফল হোক। আমার আশীর্বাদ রইল।
মান্তু বলেন, আমার কোচ ‘বাই’  ভারতী ঘোষ অসুস্থ, শয্যাশায়ী। তাঁর পক্ষে চারতলায় ওঠা এবং দীর্ঘক্ষণ বসে থাকা সম্ভব নয়। তাই আসতে পারেননি। তবে আমাকে দু’হাতে আশীর্বাদ করেছেন। আমি সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে শিলিগুড়ি থেকে ঝাঁকে ঝাঁকে আন্তর্জাতিক মানের  খেলোয়াড় উপহার দিতে চাই। - নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা