বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ফুটপাত ও সরকারি জমি উদ্ধারে ফের অভিযান করবে পুরসভা

সংবাদদাতা, শিলিগুড়ি: ফুটপাত ও রাস্তার ধারে সরকারি জমি পুনরুদ্ধার ফের অভিযানে নামবে শিলিগুড়ি পুরসভা। পুজোর আগে এই অভিযান শুরু হয়েছিল। শহরবাসী পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল। ফুটপাত দখলমুক্ত হওয়ায় রাস্তায় যানজট সমস্যা অনেকটাই কমেছিল। কিন্তু পুরসভার অভিযান বন্ধ হতে শিলিগুড়ি শহরে আবার ফুটপাত ও রাস্তার ধারে সরকারি জমি দখল শুরু হয়েছে। এতে যানজট সমস্যা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। হেঁটে পথচলা দায় হয়ে পড়েছে। এই সমস্যায় নাজেহাল হয়ে নাগরিকরা মেয়র গৌতম দেবের দ্বারস্থ হচ্ছেন। নাগরিকরা ফুটপাত ও রাস্তার ধারের সরকারি জমি উদ্ধারে ফের অভিযান শুরুর আবেদন জানাচ্ছেন।
শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে মেয়রকে শহরের বিভিন্ন অংশের নাগরিকরা এ ব্যাপারে অভিযোগ করেন। ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সেন মেয়রকে বলেন, শহরের মধ্যে ফুটপাত ও সরকারি জমি উদ্ধার শুরু হয়েছিল। কিন্তু তারপরও কী করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে সেভক রোড, বর্ধমান রোড, বিধান রোড, দেশবন্ধু রোড সর্বত্র নতুন করে রাস্তার ধারে দোকান বাজার গজিয়ে উঠছে। এতে পথ চলতে সাধারণ নাগরিকদের সমস্যা হচ্ছে। মেয়র জানান, এ বিষয়টি তাঁর নজরে এসেছে। পুরসভার তরফে এই অভিযান ফের শুরু হবে।
এদিন নাগরিকদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পর মেয়র পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন, প্রত্যেকটি জায়গায়
যারা নতুন দোকান বাজার নিয়ে বসেছেন তাদেরকে নোটিস দিয়ে তুলে দেওয়ার জন্য। প্রধাননগরের প্যাটেল রোডে নিকাশিনালা সংস্কার করে স্ল্যাব বসানো হবে। রাস্তাটির সৌন্দর্যায়নও করা হবে। কোথাও কোনও ফুটপাত দখল হতে দেওয়া হবে না। রাস্তার ধারে সরকারি জমি দখল করে দোকান বাজারও বসতে দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা