উত্তরবঙ্গ

একই নম্বর প্লেটের দু’টি বাইক, জরিমানার মেসেজ পেয়ে থানায় মালিক

সংবাদদাতা, ময়নাগুড়ি: একই নম্বর প্লেটের দু’টি বাইক! পুলিসের ট্রাফিক বিভাগ থেকে জরিমানার মেসেজ পেয়ে বাইক নিয়ে সটান হাজির থানায়। সেই জরিমানার মেসেজ এসেছে সিকিম থেকে। যদিও তিনি কখনও সিকিম যাননি। যা নিয়ে মাথায় বাজ পড়েছে বাইক মালিকের। ময়নাগুড়ির চ্যাংমারির বাসিন্দা দেবানন রায় মঙ্গলবার ময়নাগুড়ি থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 
চারটি ধাপে ২৪ হাজার টাকা জরিমানা প্রদানের নোটিস এসেছে। মেসেজগুলি সিকিম থেকে তাঁর মোবাইলে এসেছে। পলিউশন না থাকা এবং ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য জরিমানা করা হয়েছে। এদিকে, বাইকের মালিক অনলাইনে গিয়ে দেখেছেন যে বাইকের নম্বর প্লেটের জন্য জরিমানা করা হয়েছে সেটির রং লাল। নম্বর এক থাকলেও তাঁর বাইকের রং কালো। এমন অবস্থায় তিনি দিশাহারা হয়ে পড়েছেন। 
দেবানন রায় এদিন ময়নাগুড়ি থানায় দাঁড়িয়ে বলেন, প্রায় ন’বছর আগে বাইক কিনেছি। বাইক নিয়ে জলপাইগুড়ি জেলার বাইরে কোনও দিন যাননি। অথচ আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত একের পর এক জরিমানার মেসেজ আসছে আমার মোবাইলে। ১০ হাজার টাকা জরিমানার দু’টি এবং দুই হাজার টাকা জরিমানার দু’টি মেসেজ এসেছে। আমার ধারণা, আমার বাইকের নম্বর প্লেট কেউ ব্যবহার করছে। ওই গাড়িটি যদি কোনও দুর্ঘটনা ঘটায় তবে বিপদ আরও। সেই কারণেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। 
এ বিষয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, সিকিমে যে বাইকটি জরিমানার কবলে পড়েছে সেইটির নম্বর প্লেট ডুপলিকেট হতে পারে। তবে এমন ঘটনা নতুন নয়। এরআগেও সাপ্টিবাড়ির এন্দাদুল ইসলাম নামে এক ব্যক্তি এমনই অভিযোগ তুলে থানার এসেছিলেন। এই ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁর বাইকের রং লাল। অথচ যে বাইকের জন্য তিনি জরিমানার কবলে পড়েছেন সেটিংর রং নীল। দেবানন রায়ের বিষয়টি খতিয়ে দেখছি।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা