উত্তরবঙ্গ

তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে আবার বিতর্ক, সরব কাউন্সিলার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে ফের বিতর্ক। দলের কর্মীদেরই নতুন করে যোগদান করানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নীলম চক্রবর্তী শর্মা। অভিযোগের তির তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের এক পদাধিকারীর বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে না জানিয়ে শহরে যোগদান কর্মসূচির অভিযোগ উঠেছে। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শহর তৃণমূল নেতৃত্ব। এবার একই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় দলের ওই নেতার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন জলপাইগুড়ির এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। তিনি বলেন, ওই নেতা ভুয়ো যোগদান করিয়ে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আমার ওয়ার্ডের প্রত্যেককে চিনি। যাঁরা আমাদের দলেই আছেন, আমাদের দলের মিটিং, মিছিলে যান, যোগদান কর্মসূচির নামে তাঁদেরকেই তৃণমূলের ঝান্ডা ধরানো হচ্ছে।
যোগদান কর্মসূচি নিয়ে কাউন্সিলার নীলম চক্রবর্তী শর্মার তোপ, তৃণমূল কর্মীদের হাতেই দলের ঝান্ডা ধরিয়ে কী প্রমাণ করতে চাইছেন ওই নেতা? দলে পদ নাকি আগামী দিনে ভোটের টিকিটের জন্য, কেন এসব করছেন? বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন কাউন্সিলার।
এনিয়ে অবশ্য তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের ওই পদাধিকারীর বক্তব্য, যা করছি দলের স্বার্থেই করছি। দলের ভালোর জন্যই করছি। কে কী বললেন, তাতে কিছু যায় আসে না। তবে আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে বলেন, এর আগেও ওই নেতা দলীয় নেতৃত্বকে না জানিয়ে এ ধরনের যোগদান কর্মসূচি করেছেন। নেতৃত্বের অনুমতি ছাড়া কেউ যদি কোনও যোগদান কর্মসূচি করে দলের কাছে তার কোনও মান্যতা নেই। ওই নেতার বিরুদ্ধে দলের উপর মহলে রিপোর্ট করা হবে বলেও জানিয়েছেন তপনবাবু।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা