উত্তরবঙ্গ

ধারে মুরগি না দেওয়ায় হাঁসুয়ার কোপ

সংবাদদাতা, কালিয়াচক: কিছুদিন আগে টাকা না থাকায় ধারে মুরগি কিনেছিলেন এক ব্যক্তি। সেই টাকা চাইতেই বচসা থেকে ঘটনা গড়াল কোপাকুপিতে। ঘটনাটি বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লোকো কলোনি গ্রামের।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত আটটা নাগাদ স্থানীয় রাজকিশোর মণ্ডলের দোকানে মুরগি কিনতে যান ওই এলাকারই বাসিন্দা মানিক মণ্ডল। কিন্তু রাজকিশোর পুরনো ধারের টাকা চাইলে মানিক জানায় পরে দেবেন। তখনই রাজকিশোর বলেন, আগের টাকা মেটালে তবেই ধারে মুরগি দেবেন তিনি। একথা শোনার পরেই ক্ষেপে ওঠেন মানিক। রাজকিশোরকে গলায় ধাক্কা দেন তিনি। মানিক ঘটনার কথা বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন হাঁসুয়া, লাঠিসহ গিয়ে রাজকিশোরকে বেধড়ক মারধর করেন। পাশাপাশি তার হাতে হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়।
রাজকিশোরকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। তাঁর হাতে চারটি সেলাই হয়েছে। রাজকিশোরের স্ত্রী মায়া মণ্ডল বৈষ্ণবনগর থানায় মানিকসহ ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার স্বামী ধারে মুরগি বেচাকেনা কমিয়ে দিয়েছে। সোমবার রাতে মানিক মদ্যপ অবস্থায় স্বামীর কাছে আসে। আমরা মুরগির কয়েকশো টাকা পেতাম তার কাছে। এদিন রাতে মানিক ধারে মুরগি কিনতে এলে স্বামী না দেওয়ায় গায়ে হাত তোলে। পরে লোকজন এনে মারধরের পর হাঁসুয়ার কোপ মেরেছে স্বামীকে। 
যদিও মানিকের বক্তব্য, রাজকিশোরের সঙ্গে মজা করছিলাম। সে এবং তার পরিবারের সদস্যরা রেগে গিয়ে আমাকে মারধর করেছে। এখন আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা