উত্তরবঙ্গ

মরা রায়ডাকে সেতু হয়নি, আড়াই ঘণ্টা পথ অবরোধ

সংবাদদাতা, তুফানগঞ্জ: প্রতিশ্রুতি সত্ত্বেও সেতুর দাবি পূরণ হয়নি। প্রাণ হাতে সাঁকো দিয়ে চলে যাতায়াত। এর প্রতিবাদে মঙ্গলবার বক্সিরহাটের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন অসম বাংলা সংযোগকারী ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মহিলা-পুরুষ মিলিয়ে প্রায় ৩০০ গ্রামবাসী প্ল্যাকার্ড হাতে শামিল হন। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এর জেরে জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে প্রচুর দূরপাল্লার বাস। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ-২ এর বিডিও এবং পুলিস। বিডিওকে ঘিরেও কিছুক্ষণ বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।  তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়িতে মরা রায়ডাক নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের। নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা সাঁকো দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা। বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানানো হলেও কাজ হয়নি বলে অভিযোগ। গ্রামবাসী তপন দেবনাথ বলেন, আমাদের গ্রামে ৩০০ পরিবারের বসবাস। এছাড়াও অসমের বহু মানুষ এই নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করেন। প্রতিবছর বর্ষায় জলের তোড়ে ভেসে যায় সাঁকো। সে সময় ঘুরপথে অথবা রেল ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় আমাদের। বিশেষ করে প্রসূতি ও স্কুল ছাত্র ছাত্রীদের সমস্যা বেশি। অবিলম্বে সেতুর দাবি জানাচ্ছি। অপর বাসিন্দা শবনম ইয়াসিন বলেন, ভোট এলে নেতামন্ত্রীরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। ব্রিজের মাপজোক হয়। কাজের কাজ কিছুই হয় না। বাধ্য হয়েই আজ অবরোধে শামিল হয়েছি। এ ব্যাপারে তুফানগঞ্জ-২ এর বিডিও ডালকি লামা বলেন, গ্রামবাসীরা দাবির কথা আমাকে জানিয়েছেন। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।  পথ অবরোধ। -নিজস্ব চিত্র
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা