উত্তরবঙ্গ

আরও ৬টি বিল্ডিং প্ল্যানে গরমিল

সংবাদদাতা, দিনহাটা: মঙ্গলবার দিনহাটা পুরসভার আপনঘরে বসল বিশেষ ক্যাম্প। দিনহাটা শহরে ২০২১ সালে যাঁরা যাঁরা বাড়ি তৈরি করেছিলেন, তাঁদের অনুমতির কাগজপত্র যাচাই করা হল এদিন। ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, পুরসভার এগজিকিউটিভ অফিসার অলোককুমার সেন সহ একাধিক কাউন্সিলার। প্রায় ৮০ জন বাসিন্দা কাগজপত্র নিয়ে ক্যাম্পে আসেন। নতুন করে ছ’জনের রসিদ ভুয়ো পেয়েছে পুরসভা। এখন পর্যন্ত মোট ১২ জনের বিল্ডিং প্ল্যানের রসিদ জাল পাওয়া গিয়েছে। এমনকী একই সিরিয়ালে একাধিক অনুমতিপত্র দেওয়ারও খোঁজ মিলেছে। পুরসভার পদত্যাগী চেয়ারম্যান, এগজিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার সহ একাধিক কর্মকর্তার সই জাল করা হয়েছে বলে মনে করছে পুরসভা। এদিনের ছ’টি ঘটনারই পৃথকভাবে দিনহাটা থানায় মামলা দায়ের করা হবে। 
২০২১ সালে অনলাইনেই বিল্ডিং প্ল্যান পাশ করা শুরু হয়। কিন্তু তার আগে পর্যন্ত অফলাইনেই পাশ করা হতো বিল্ডিংয়ের প্ল্যান। ২০২১ সাল পর্যন্ত যাঁদের বিল্ডিংয়ের প্ল্যান পাশ হয়নি, তাঁদের জন্য তিন বছরের অতিরিক্ত সময় দেওয়া হয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অফলাইনেই বিল্ডিংয়ের প্ল্যান পাশ করানো যেত। সেই সুযোগেরই  ব্যবহারের সিদ্ধান্ত নেয় চক্রীরা। 
ঘটনা প্রকাশ্যে আসতেই টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেয় পুরসভা। তাদেরই নেতৃত্বে এদিন ক্যাম্প বসে আপনঘরে। পুরসভার কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে। সকাল থেকেই একাধিক ওয়ার্ডের বাসিন্দারা ভিড় জমান সেই ক্যাম্পে। প্রায় ৮০ জন নাগরিক এদিন হাজির হয়েছিলেন ক্যাম্পে। তাঁদের মধ্যে ছ’জনের কাগজপত্র ভুয়ো পাওয়া গিয়েছে। মন্ত্রী উদয়ন গুহ থাকাকালীন চারজনের কাগজপত্র জাল পাওয়া যায়। সকলেই মন্ত্রীকে জানান, পুরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে টাকা দিয়েছিলেন তাঁরা। পরবর্তীতে আরও দু’জনের রশিদ জাল বের হয়। 
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, আপনঘরে পুরসভার ক্যাম্পে থাকার জন্য কাউন্সিলাররা জানিয়েছিলেন। এদিনের ক্যাম্পে অনেক মানুষ এসেছে। তাঁদের মধ্যে কারও কারও রসিদ জাল বেরিয়েছে। পুরসভাকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। 
দিনহাটা পুরসভার এগজিকিউটিভ অফিসার অলোককুমার সেন বলেন, মোট ছ’জনের কাগজপত্র ভুয়ো বেরিয়েছে এদিনের ক্যাম্পে। ঘটনায় দিনহাটা থানায় আরও ছ’টি পৃথক অভিযোগ দায়ের হবে। ইতিমধ্যে ছ’টি অভিযোগ জানানো হয়েছে। মোট ১২ জনের কাগজপত্র জাল বেরিয়েছে এখনও পর্যন্ত। নাগরিকদের বিল্ডিং প্ল্যান পাশের কাগজপত্র খতিয়ে দেখতে বিশেষ টিম তৈরি করা হয়েছে। কারও মনে প্রশ্নচিহ্ন তৈরি হলে, কাগজপত্র নিয়ে পুরসভায় এলে তা যাচাই করে দেওয়া হবে।  পুরসভার বিশেষ ক্যাম্পে উদয়ন গুহ। - নিজস্ব চিত্র।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা