উত্তরবঙ্গ

প্রাণ ফিরে পেতে পারে আলিপুরদুয়ারের পরিত্যক্ত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র

সংবাদদাতা, আলিপুরদুয়ার: তখন বাম জমানা। প্রায় দুই দশক আগে শুরু হয়েছিল আলিপুরদুয়ার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের ভবন তৈরির কাজ। বাম জমানাতেই এই ভবন তৈরিতে দেড় কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। তারপরে আর কাজ এগয়নি। কলকাতার নন্দনের ধাঁচে এটি গড়ার কাজ চলছিল। ভবনটি এখন আগাছায় ঢাকা। ঠিকাদারদের মেশিনপত্র রাখার জায়গাও হয়েছে। তারই মধ্যে অসমাপ্ত ওই ভবনের একটি ঘর সাফসুতরো করে চালু করা হয়েছে পুরসভার মা ক্যান্টিন। শহরের কলেজ হল্টে আলিপুরদুয়ার বিশেষ সংশোধনগারের পাশে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। ভবনে ৪৫০ দর্শকাসনের একটি অডিটোরিয়াম ও জেলার ২৬টি আদিবাসী জনজাতির মানুষের একটি সংগ্রহশালা তৈরির পরিকল্পনা ছিল। একটি লাইব্রেরি ও পাঠকদের জন্য একটি রিডিং রুম তৈরির করা হবে বলা হয়েছিল। নাটকের মহড়ার জন্যও একটি আলাদা কক্ষ তৈরির ভাবনা ছিল। কিন্তু কোনও কাজই আর হয়নি। বাম জমানায় এই আলিপুরদুয়ার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র তৈরিতে প্রাক্তন এমপি পীযূষ তিরকি, মনোহর তিরকি ও প্রাক্তন বিধায়ক নির্মল দাস টাকা দিয়েছিলেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ভবনের নির্মাণ কাজ আর একচুলও এগয়নি। সাবেক জলপাইগুড়ি জেলা পূর্তদপ্তর নকশা তৈরি করে ভবন তৈরির কাজ শুরু করেছিল। এরপর ২০১৪ সালে আলিপুরদুয়ার পৃথক জেলা হয়। ফলে আরও মুখ থুবড়ে পড়ে নির্মাণ কাজ। এবার সেই কাজ শেষ করতে উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক সুমন কাঞ্জিলাল। জলপাইগুড়ি পূর্তদপ্তর থেকে বিধায়ক এই ভবনের তৎকালীন নকশাও উদ্ধার করে এনেছেন। নকশা উদ্ধারের পর বিধায়ক পূর্তদপ্তরের আলিপুরদুয়ারের নির্বাহী বাস্তুকারকে নিয়ে সম্প্রতি পরিত্যক্ত ভবনটি ঘুরে দেখেছেন। সুমনবাবু বলেন, আলিপুরদুয়ার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের ভবনের নকশা সংগ্রহ করা হয়েছে। এবার ভবনটির অসমাপ্ত কাজ কিভাবে শেষ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্তদপ্তরের আলিপুরদুয়ারের নির্বাহী বাস্তুকার প্রদীপ হালদার বলেন, ভবন পরিদর্শনের রিপোর্ট জেলাশাসককে দেব। ভবনটির কাজ শেষ করতে আরও তিন কোটি টাকার দরকার। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা