উত্তরবঙ্গ

দলের নির্দেশ মেনে কর্মসূচি পালন করতে হবে, কড়া বার্তা মহুয়ার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলের নির্দেশ মেনেই কর্মসূচি পালন করতে হবে। কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। সোমবার দলের জেলা কমিটির পাশাপাশি অঞ্চল ও ব্লক কমিটির নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই মহুয়া বলেন, পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে প্রতিটি বুথে দলীয় পতাকা উত্তোলন করতে হবে। বুথ পর্যায়ে ওই কর্মসূচি হওয়ার পর তা হবে ব্লকস্তরে। তারপর হবে জেলাস্তরে। দলের তরফে যে সময়সূচি দেওয়া হয়েছে, সেইমতো কর্মসূচি পালন করতে হবে। কেউ তা না মেনে নিজের ইচ্ছেমতো কর্মসূচি করে, তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলা কমিটির কাছে রিপোর্ট করা হবে। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, দলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। 
বানারহাট বিধানসভার অন্তর্গত দু’টি অঞ্চল জলপাইগুড়ি জেলার অধীনে রয়েছে। উপ নির্বাচনে ওই দু’টি অঞ্চলের ফল নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল নিয়েও কথা ওঠে। মহুয়া বলেন, দলীয় কর্মসূচি পালন হোক কিংবা নির্বাচন, সবাইকে নিয়ে চলতে হবে। 
গোটা জানুয়ারি মাস ধরে দলের কর্মসূচি রয়েছে। কোনও জায়গা থেকে যেন অভিযোগ না আসে, যারা দায়িত্বে রয়েছেন, তারা নিজেদের মতো সব করছেন। দলীয় নেতৃত্বের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ডাকতে হবে। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই কর্মীদের ময়দানে নামতে হবে। এদিনের বৈঠকে কয়েকজন নেতা গরহাজির ছিলেন। কেন তাঁরা আসেননি, জানতে চাওয়া হবে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।  
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা