উত্তরবঙ্গ

মলাটবন্দি হোমের শিশুদের প্রতিভা, বর্ষশেষে নাচ-গান, নাটক, পিঠেপুলিতে মাতল কোরক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চারদিকে এখন পিকনিকের মরশুম। স্কুলছুটির আনন্দে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচাদের বেড়াতে যাওয়ার ধুম। হোমের শিশুদের অবশ্য সেই সুযোগ নেই। চার দেওয়ালের মধ্যেই দিন-রাত কাটে তাদের। কিন্তু বর্ষশেষের আনন্দ থেকে বাদ পড়বে কেন ওইসব শিশু? সেকথা মাথায় রেখেই মেলার আয়োজন করল জলপাইগুড়ির কোরক হোম। শহরের রেসকোর্স পাড়ায় সরকারি এই হোমের মাঠে নাচ-গান, নাটক, পিঠে-পুলি থেকে ম্যাজিক শোয়ে মেতে উঠল আবাসিক শিশু-কিশোররা। একইসঙ্গে প্রকাশ পেল হোমের শিশুদের আঁকা ছবি, ছড়া, গল্পের বই। হোমে দিন কাটানো শিশু, কিশোররা সমাজকে কীভাবে দেখছে, তাদের মনে কীভাবে বিকশিত হচ্ছে শৈশবের অঙ্কুর তা ফুটে উঠেছে প্রতিটি লেখায়। সোমবার সন্ধ্যায় ওই পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। ছিলেন কোরক হোমের সুপার গৌতম দাস।
মেলার মাঠে বসেছিল পিঠে-পুলি, ফুচকা সহ নানা খাবারের দোকান। টোকেন দেওয়া হয়েছিল আবাসিক শিশুদের। সেই টোকেন দেখিয়ে যে যেমন খুশি খেয়েছে। এদিন বাইরের লোকজনেরও হোমের ভিতর ঢোকার অনুমতি দেওয়া হয়। বহু মানুষ শামিল হন কোরক মেলায়। অনেক দিন ধরেই কোরক হোমের আবাসিকদের হাতের কাজ শেখানো হয়। তারা পাখির বাসা, মোমবাতি, ধূপকাঠি, কেক প্রভৃতি তৈরি করেছে। স্টলে সেসব বিক্রির ব্যবস্থা ছিল। বাইরে থেকে আসা লোকজন হোমের শিশু কিশোরদের হাতে তৈরি সামগ্রী কেনেন। অনেকে উপহারও নিয়ে এসেছিলেন।
কোরক ছাড়াও জলপাইগুড়ির আরও দু’টি হোম ‘অনুভব’ ও ‘নিজলয়’ শামিল হয়েছে এই মেলায়। পয়লা জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। অনুভব হোমে আবার এদিন কেক কেটে সমস্ত আবাসিক মেয়েদের জন্মদিন পালন করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভালোমন্দ খাওয়াদাওয়া। অনুভব হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, হোমে যেসব মেয়েরা আসে, তাদের কার কবে জন্মদিন, সবসময় তা জানা সম্ভব হয় না। সেজন্য আমরা প্রতি বছর ৩০ ডিসেম্বর সব মেয়েদের একসঙ্গে জন্মদিন পালন করি। এদিকে, কোরক হোমের সুপার গৌতম দাস বলেন, বর্ষশেষে হোমের আবাসিক ছেলেরা যাতে আনন্দে মেতে উঠতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই এই মেলার আয়োজন। গ্রামীণ পরিবেশের থিমে সাজানো হায়েছে মেলা প্রাঙ্গণ, যার সবটাই করেছে আবাসিকরা।
এদিন রাতে হোমের ছেলেরা ‘মামার চিঠি’ নামে একটি নাটক উপস্থাপন করে। জীবনে পড়াশোনা শেখা যে কতটা জরুরি, সেটাই তুলে ধরা হয়েছে ওই নাটকে। হোমে থাকা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়েছে এদিন। তাতে হোমের ছেলেদের লেখা ছড়া, কবিতা, গল্প রয়েছে। অনেকে ছবি এঁকেছে, সবটা দিয়েই সাজানো হয়েছে ওই পত্রিকা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা