উত্তরবঙ্গ

অনুপ্রবেশের টাকা তিনগুণ বাড়িয়েছে দালালরা, দুই বাংলাদেশি মহিলা গ্রেপ্তার

সংবাদদাতা, দিনহাটা: তিন মাস ধরে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অনেকটাই বেড়েছে। সেজন্য বিএসএফ সীমান্তে নজরদারি আরও কড়া করেছে। এদিকে অনুপ্রবেশের জন্য দালারাও টাকা তিন গুণ বাড়িয়ে দিয়েছে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই মহিলার গ্রেপ্তারে বিষয়টি সামনে এসেছে। আগস্টের আগে যেখানে দালালরা একজনের অনুপ্রবেশের জন্য পাঁচ হাজার টাকা নিত, সেখানে এখন নিচ্ছে ১৫ হাজার টাকা। বিএসএফ ও পুলিস সূত্রে খবর, শনিবার রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে একদল বাংলাদেশি। মই বেয়ে কাঁটাতার ডিঙানোর পরিকল্পনা ছিল তাদের। বিএসএফ গোয়েন্দাদের কাছে সেই খবর পৌঁছয়। তারপর দিনহাটা-২ ব্লকের জায়গীর বালাবাড়িতে অভিযান চালিয়ে বিএসএফ দুই বাংলাদেশি মহিলাকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটকদের জেরা করতেই এই চাঞ্চল্যকর তথ্য মেলে। আটক দুই মহিলাকে সাহেবগঞ্জ থানায় হস্তান্তর করে বিএসএফর ১৩৮ নম্বর ব্যাটালিয়ন। পুলিস তাদেরকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, ধৃতরা হল রেজিনা বেগম ও সাহেবা বেগম। বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বালাটারিতে। বাংলাদেশিদের পাঁচ জনের একটি দলকে দিনহাটা-২ ব্লকের  জায়গীর বালাবাড়ির স্থানীয় কিছু দালাল ভারতে অনুপ্রবেশে সহায়তা করছিল। রেজিনা বেগমের কাছে একটি মোবাইল ও ৫০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়েছে। ভারতে অনুপ্রবেশের জন্য তারা দালালদের ৩০ হাজার টাকা দিয়েছে। কিন্তু বিএসএফের তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়। ইতিপূর্বেও বেআইনিভাবে ভারতের প্রবেশ করেছিল তারা। দিল্লিতে ঠিকা শ্রমিকের কাজ করে এই মহিলারা। তাদের কাছে কোনও পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সাহেবগঞ্জ থানার পুলিস ঘটনার তদন্ত করছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা