উত্তরবঙ্গ

অবৈধ পার্কিংয়ে জেরবার ইসলামপুর

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর শহরের মূল সড়ক সম্প্রসারণ করা হলেও অবৈধ পার্কিংয়ে জেরবার বাসিন্দারা। পার্কিং করার জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের উপরই রাখা হচ্ছে যানবাহন। যেসমস্ত এলাকায় ফুটপাত তৈরি হয়ে গিয়েছে, সেখানেও মানুষজন হাঁটতে পারছেন না। 
কোটি কোটি টাকা খরচ করে সড়ক সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণ করে তাহলে কী লাভ হলো, সেই প্রশ্ন উঠছে এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে পুরকর্তৃপক্ষ এবং পুলিস প্রশাসন উদাসীন। সড়কে পার্কিং রুখতে কোনও অভিযান চালানো হচ্ছে না। পাশাপাশি পার্কিং জোন তৈরি করার উদ্যোগও নেই। ফলে সড়ক সম্প্রসারণের আগে ও পরে সমস্যা থেকেই গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরের মূল সড়কে যানজট থেকে রক্ষা পেতে বাসিন্দাদের দাবি ছিল সড়ক সম্প্রসারণ ও ফুটপাত নির্মাণ। পিডব্লুডি ২৪ কোটি ব্যয়ে সড়ক সম্প্রসারণ ও ফুটপাত তৈরির কাজ শুরু করে। সম্প্রসারণ শেষ হলেও ফুটপাতের কাজ কিছুটা বাকি রয়েছে।  পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ফুটপাতে পেভার ব্লক বসানোর কাজ শেষ হলে পার্কিং নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের চলাফেরা করতে যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিও আমাদের পরিকল্পনায় আছে।
সড়কের ধারে ব্যবসায়ীদের সংগঠন পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতিও যেখানে সেখানে পার্কিং নিয়ে চিন্তিত। সংগঠনের সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, পার্কিং নিয়ে সমস্যা রয়েছে। ফুটপাতের কাজ শেষ হলে যাতে সড়কে যানবাহন পার্ক না করা হয়, সেবিষয়ে সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। পার্কিংয়ের ব্যবস্থা করা, নো পার্কিং বোর্ড লাগানো এবং টোটো নিয়ন্ত্রণের দাবি জানানো হবে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা