বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

চোপড়ায় পুলিসের ভ্যান থেকেই অভিযুক্তকে ছিনতাই, আটক ১১

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া: অভিযুক্তকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে ফেলেছিল পুলিস। কিন্তু নিয়ে যেতে পারল না। হুলুস্থূল বাধিয়ে ছিনিয়ে নিলেন গ্রামেরই কিছু মহিলা। পাঞ্জিপাড়ার পর চোপড়াতেও পুলিস হেফাজত থেকে অভিযুক্তকে নিয়ে চম্পট দেওয়ার ঘটনা দেখল জনতা। পলাতক ওই ব্যক্তির নাম মজিবুর রহমান। অভিযোগ, তাকে পুলিস ভ্যানে তোলার পরই গ্রামবাসীদের একাংশ পরিকল্পনা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই অবস্থাতেই চম্পট দেয় মজিবুর। আহত হন এক সিভিক ভলান্টিয়ার। শনিবারের ওই ঘটনায় ১১ জনকে আটক করেছে ইসলামপুর পুলিস। 
দেড়মাসের মাথায় হেফাজত থেকে ফের এক অভিযুক্তের পালানোর ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, পুলিস প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মজিবুর রহমানের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ঘটনা প্রসঙ্গে পুলিস সুপার জানান, শনিবার দুপুরে আগ্নেয়াস্ত্র মামলায় মজিবুরকে গ্রেপ্তার করতে গিয়েছিল চোপড়া থানার পুলিস। গ্রেপ্তার করে ভ্যানে তোলাও হয়। কিন্তু ততক্ষণে কিছু মহিলা পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। সেখানে একজন মাত্র মহিলা পুলিস ছিল। এই কারণেই মহিলা গ্রামবাসীরা পুলিসের কাজে বাধা দিলেও প্রতিরোধ করা যায়নি। পরে অবশ্য বিশাল বাহিনী গ্রামে অভিযান চালায়। নামানো হয় র‌্যাফও।
পুলিস সূত্রে খবর, মজিবুরের বাড়ি চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, তির, ধনুক উদ্ধার করা হয়েছে। তৃণমূলের প্রাক্তন এই পঞ্চায়েত সদস্যের নাম জুড়েছিল আগ্নেয়াস্ত্র রাখা ও পাচারের মতো বড় মাপের অপরাধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে পুলিসের খাতায়। শনিবার মজিবুর বাড়িফেরার পরই আগ্নেয়াস্ত্র মামলায় চোপড়া থানার পুলিস তাকে ধরতে যায়। যা নিয়ে শুরু থেকেই এলাকায় অসন্তোষ ছিল। ধীরে ধীরে গ্রামবাসীদের একাংশ পুলিসের কাজে বাধা দিতে শুরু করে। বিশেষত মহিলাদের ভূমিকা ছিল যথেষ্ট সন্দেহজনক। সব বাধা কাটিয়ে পুলিস শেষপর্যন্ত মজিবুরকে গ্রেপ্তার করে ভ্যানে তোলে। তখনই মহিলাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। পুলিসের গাড়ি ঘিরে শুরু হয় হইচই। পুলিসের সঙ্গে বচসার সময় অভিযুক্তকে পুলিসের গাড়ি থেকে ছিনিয়ে নেয় ওই মহিলারা। সুযোগ বুঝে  চম্পট দেয় মজিবুর।
তৃণমূলের সুজালি অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ, মজিবুর  পালানোর পরই তার কয়েকজন সঙ্গী পুলিসের ভয়ে আমাদের গ্রামে ঢোকার চেষ্টা করে। গ্রামবাসীদের কয়েকজন বাধা দেন বলে ভয় দেখাতে মজিবুরের সঙ্গীরা গুলি চালায়। পুলিসকে চার রাউন্ড গুলির খোল জমা দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি পাঞ্জিপাড়া এলাকায় পুলিসকে গুলি করে পালায় জনৈক বিচারাধীন বন্দি। ওই ঘটনার দেড় মাসের মাথায় ফের অভিযুক্তের পালানোর ঘটনায় প্রশ্নের মুখে পুলিস।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা