বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রাজ্যের ৪ লক্ষের বেশি গ্রাহকের কাছে ৯টির বেশি সক্রিয় সিম

রাজু চক্রবর্তী, কলকাতা: সীমাহীন সিম কার্ড ব্যবহার! বেআইনি এই কাজে গোটা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলা। চমকে দেওয়া এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল দুনিয়ায় অপরাধের প্রবণতা ক্রমেই বাড়ছে। অনলাইন জালিয়াতিতে রাশ টানতে টেলি কমিউনিকেশন আইনে (২০২৩) আরও কড়া বিধান এনেছে নরেন্দ্র মোদি সরকার। সেই আইন অনুযায়ী, গোটা দেশে একজন গ্রাহক স্বনামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড ব্যবহার করতে পারেন। অসম, জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে সেই সীমা আরও কম, মাত্র ৬টি। তার বেশি সিম ব্যবহার করলে গ্রাহককে জরিমানা দিতে হতে পারে ৫০ হাজার টাকা। এমনকী ৩ বছর কারাদণ্ডের পর্যন্ত সংস্থান রয়েছে আইনে। তারপরেও বেআইনি এই কারবার চলছে রমরমিয়ে। টেলিকম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৯টির বেশি সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০৭ জন। সূত্রের দাবি, মূলত বেআইনি কল সেন্টারগুলিতেই কাজে লাগানো হচ্ছে এই সব অবৈধ সিম কার্ড। সেই সব কল সেন্টারের আড়ালে জঙ্গি-নাশকতার যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না একাধিক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর করছে তারা।
সংসদে লিখিত পরিসংখ্যান দিয়ে টেলিকম মন্ত্রক জানিয়েছে, এই ধরনের বেআইনি সিম কার্ড শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা অ্যানালেটিক টুলস ব্যবহার করা হয়। প্রথমে পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে এমন গ্রাহকদের তথ্য আসে। তা বিশ্লেষণ করে পুনরায় ভেরিফিকেশন চলে। তারপরই বিধিবদ্ধ সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারীদের চিহ্নিত করা হয়। আর সংশ্লিষ্ট সিম কার্ড ‘ডিসকানেক্ট’ করে দেওয়া হয়। গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের ১৩ লাখ ৫৯ হাজার ৯৩৪টি সিম কার্ড বাতিল করা হয়েছে।
বিষয়টি নিয়ে তোপ দেগেছেন বঙ্গ বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এ রাজ্য এখন ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত জঙ্গি সংগঠনগুলির নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। তারা এই বেআইনি সিম ব্যবহার করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এগুলি বরাদ্দ করা হচ্ছে।’ যদিও সেই অভিযোগ উড়িয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, বাংলাকে আর্থিকভাবে পঙ্গু করতে বঞ্চনার রেকর্ড গড়েছে মোদি সরকার। রাজ্যবাসী বিজেপিকে সমর্থন করে না, তাই পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করতে তৎপর কেন্দ্র। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা এখন দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর। আর সেই তকমা দিয়েছে খোদ মোদি সরকার। আমাদের সরকার কোনও ধরনের অপরাধমূলক ঘটনা বরাস্ত করে না। বর্তমান যুগে একজন মানুষ একাধিক ফোন ব্যবহার করেন। সেক্ষেত্রে সিমের সংখ্যা বাড়তেই পারে। এর সঙ্গে আইন-শৃঙ্খলাকে জড়ানো অনুচিত।’
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা