বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রাজ্য বাজেটে বাঁধ সংস্কারের টাকা বরাদ্দ  হতেই আশায় বুক বেঁধেছেন সুন্দরবনবাসী

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রতি বছরই বর্ষাকালের আগে ঘুম উড়ে যায় সুন্দরবনের নদী বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের। কারণ প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়ই ভেঙে যায় বেহাল নদী বাঁধগুলি। তবে চলতি বছরে রাজ্য বাজেটে নদী বাঁধ সংস্কার করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় আশার আলো দেখছেন সুন্দরবনবাসী। তাঁদের বিশ্বাস, সঠিকভাবে এই টাকা খরচ করা হলে নিশ্চিতভাবে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব হবে। 
নামখানার ছয়ের ঘেরির বাসিন্দারাও সেই আশায় বুক বেঁধেছেন। দীর্ঘ দিন ধরে এই এলাকার প্রায় দুই কিলোমিটার নদী বাঁধ বেহাল হয়ে পড়ে। এমনকী নদী বাঁধের উপরে থাকা গ্রামের ১২ ফুট পিচের রাস্তা এখন ভাঙতে ভাঙতে দেড় ফুটে এসে দাঁড়িয়েছে। তাঁদের বিশ্বাস, এবার নিশ্চিতভাবে ভগ্ন নদী বাঁধগুলিকে স্থায়ীভাবে মেরামত করা হবে। অন্যদিকে, গোসাবার বিস্তীর্ণ এলাকাও ভাঙন কবলিত। বর্ষা এলেই নদী বাঁধে ভাঙনের ঘটনা ঘটে। সেখানকার মানুষেরও বহুদিনের দাবি, কংক্রিটের বাঁধ তৈরি করা হোক। এবার যেহেতু রাজ্য বাজেটে এই নিয়ে আলাদা টাকা বরাদ্দ করা হয়েছে, তাই এতদিনের সমস্যা মেটার আশায় রয়েছেন কয়েক হাজার গ্রামবাসী।
এবিষয়ে নামখানার ছয়ের ঘেরির এক বাসিন্দা উত্তম গায়েন বলেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপাড়ে আমাদের আড়াই বিঘা চাষের জমি ছিল। কিন্তু নদী ভাঙনের ফলে সেই জমি তলিয়ে গিয়েছে। এখনও নদী বাঁধ ভাঙতে ভাঙতে ক্রমশ গ্রামের দিকে এগিয়ে আসছে। গত চার মাস আগে কোনও রকমে নদী বাঁধটি মেরামত করা হয়েছে। রাজ্য সরকার এবার বাজেটে নদী বাঁধ মেরামতের জন্য যে টাকা বরাদ্দ করেছে, সেই টাকা সত্যিই যদি সঠিকভাবে খরচ করা হয়, তাহলে নিশ্চিতভাবে সুন্দরবনের নদী বাঁধগুলিকে স্থায়ীভাবে মেরামত করা যাবে। বর্ষার আগে অবশ্যই এই এলাকার সব নদী বাঁধগুলিকে মেরামত করা উচিত।
এবিষয়ে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, কেন্দ্রীয় সরকার নদী বাঁধ মেরামত করার জন্য কোনও টাকা দেয় না। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে নদী বাঁধ সংস্কারের জন্য এই টাকা বরাদ্দ করেছে। মূলত রাজ্য সরকার চেষ্টা করছে বেহাল নদী বাঁধগুলিকে রক্ষা করার।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা