বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পোস্ট অফিস থেকে জমানো টাকা উধাও, সিআইডি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোস্ট অফিসে জমা রাখা টাকা উধাও হয়ে যাচ্ছে আর পুলিস কিছু করছে না! এমনই মন্তব্য করে এবার বর্ধমানের জামালপুর পোস্ট অফিস থেকে ১২ লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এডিজি সিআইডিকে মামলার তদন্তভার গ্রহণ করতে হবে। ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিআইডিকে। ঘটনা হল, ২০২১ সালে জামালপুর পোস্ট অফিসে ১২ লক্ষ টাকা জমা দিয়েছিলেন মামলাকারী সুরজিৎ পালের বাবা মৃৎশিল্পী রণজিৎ পাল। ২০২২ সালে অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য ওই টাকা তোলার চেষ্টা করেন সুরজিৎ। তাঁর ফলের ব্যবসা রয়েছে। সুরজিতের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পোস্টমাস্টার সেই টাকা দেননি। এরপর পোস্ট অফিসের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে মামলাকারীর অভিযোগ। শেষে হাইকোর্টের দ্বারস্থ হন সুরজিৎ। এর আগে এই মামলায় কেস ডায়েরি তলব করেছিলেন বিচারপতি ঘোষ। বৃহস্পতিবার কেস ডায়েরি দেখার পর বিচারপতি ঘোষের মন্তব্য, ‘টাকা লোপাটের ঘটনায় গত দেড় বছরে জামালপুর থানা কোনও পদক্ষেপ করেনি। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে টাকা রেখে প্রতারিত হলে মানুষ কোথায় যাবে? কেন সরকারি প্রতিষ্ঠানে মানুষের গচ্ছিত টাকা থাকবে না? এভাবে গরিব মানুষের টাকা উধাও হয়ে যাবে?‌’ এরপরই ঘটনায় এডিজি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানিয়েছে, এই মামলায় কেন সঠিকভাবে তদন্ত হয়নি, কেন পুলিস উপযুক্ত পদক্ষেপ করেনি, সিআইডিকে ওই বিষয়টিও খতিয়ে দেখতে হবে। তদন্তে ঢিলেমি নিয়ে আগের তদন্তকারী অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিআইডিকে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা