বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিএড করা যাবে একবছরেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক যুগ বাদে ব্যাচেলর ইন এডুকেশন বা বিএড কোর্সের মেয়াদ ফিরে আসছে এক বছরে। ২০১৪ সালে বিএডের এক বছরের মেয়াদ বাড়িয়ে দু’বছর করেছিল নিয়ামক সংস্থা এনসিটিই। তবে, এর জেরে দ্রুত কমতে শুরু করে ছাত্রছাত্রীর সংখ্যা। বর্তমানে বাংলা সহ বহু রাজ্যেই শিক্ষক নিয়োগ নিয়মিত নয়। তাই দু’বছর ধরে দ্বিগুণ টাকা খরচ করে এই কোর্স করার আগ্রহ কমেছে। ফলে, ২০২৬ সাল থেকে আগের ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে এই কোর্সকে। অবশ্য, এখনই সমস্ত বিএড কলেজ এই কোর্স চালুর সুযোগ পাবে না।
বিএডে যে পড়ুয়ার সংখ্যা কমছে এবং এই কারণেই কোর্সটিকে আকর্ষণীয় রাখতে সময়সীমা কমানোর কথা ভাবা হয়েছে, তা মেনে নিয়েছেন এনসিটিই চেয়ারম্যান পঙ্কজ অরোরাও। তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, চার বছরের ডিগ্রি কোর্স উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর ছাত্রছাত্রীরাই এর সুযোগ পাবেন। আর যে সব প্রতিষ্ঠান এই কোর্স শুরুর সুযোগ এখনই পাবে, সেগুলিতে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) চালু থাকতে হবে। মূলত মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলিকেই এই সুযোগ দেওয়া হবে। সারা দেশে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে ৬৪। যে প্রতিষ্ঠান ২০২৮ সালের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ২০৩০ সালের মধ্যে আইটিইপি চালুর অঙ্গীকার করবে, তাদেরও এই কোর্স চালানোর অনুমোদন দেওয়া হবে। এই ভাবনাগুলি নিয়ে বিভিন্ন মহলের মতামত নেবে এনসিটিই। ২১ দিন ধরে চলবে সেই প্রক্রিয়া।
এবার দেখে নেওয়া যাক রাজ্যের ছবিটা। চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স কিছু বেসরকারি কলেজে চালু রয়েছে। তবে, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে নয়া পদ্ধতির ইন্টিগ্রেটেড কোর্স চালু নেই। সেই কোর্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কলেজগুলিতে সেই কোর্স চালুর পরিকাঠামোর হিসেবও গিয়েছে বিকাশ ভবনে। সবদিক ঠিক থাকলে এই বিশ্ববিদ্যালয় সহ কিছু প্রতিষ্ঠানে এক বছরের বিএড চালু হলেও ঢালাও সে সুযোগ থাকছে না বলেই মত বিশেষজ্ঞদের। রাজ্যের একটি সরকারি কলেজের অধ্যাপক এবং এনসিটিই-র কো-অর্ডিনেটর বলেন, এসব সিদ্ধান্ত খামখেয়ালিতে ভরা। একবার চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালাতে বলছে, আবার বিএড এক বছরের করে দেবে বলছে। আসলে এসব খবরে ভেসে থাকার চেষ্টা।
বেসরকারি বিএড কলেজ সংগঠন ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা বলেন, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। চার বছরের স্নাতক কোর্সের পরে আরও দু’বছরের কোর্স করতে ছ’বছর লাগবে। সেক্ষেত্রে কেউই উৎসাহিত হবে না। এনসিটিই এই কোর্স চালুর শর্তগুলি আরও সহজ করুক। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, একইভাবে ডিএলএড কোর্সও এক বছরের করা হোক। এর ফলে বেকার যুবক-যুবতীদের সময় এবং অর্থ দুই-ই সাশ্রয় হবে।  
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা