বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আর জি কর কাণ্ডে ফাঁসি: গ্রহণযোগ্য নয় রাজ্যের আবেদন, বলল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা  ও নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের দায়ের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতে একই আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের মামলাটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
এর আগে ডিভিশন বেঞ্চে রাজ্যের এহেন আবেদনের বিরোধিতা করেছিল সিবিআই। তাদের দাবি ছিল, রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয়। সেই বিষয়ে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল বেঞ্চ। শুক্রবার আদালত জানিয়েছে, আর জি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। তাই এক্ষেত্রে তাদের আবেদনই  গ্রহণযোগ্য। রাজ্য সরকার যে আবেদনটি করেছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ তারা এই মামলার সঙ্গে যুক্তই নয়। উভয়ের আবেদন এক হলেও তাই রাজ্যের মামলা খারিজ করে দেওয়া হল। এক্ষেত্রে মামলাকারী হিসেবে সিবিআইয়ের নাম থাকবে। ফলে আপাতত সিবিআইয়ের আবেদনের ভিত্তিতেই বিষয়টি নিয়ে শুনানি হবে। 
এদিকে, আর জি কর দুর্নীতি মামলায় ফের স্বস্তি পেলেন অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং বাকি অভিযুক্তরা। এদিন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআই দপ্তর থেকে চার্জশিট নিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ এবং অন্য অভিযুক্তরা। সেইসময় তাঁদের দেওয়া হবে। বেঞ্চ আরও জানিয়েছে, সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিতে হবে সিবিআইকে। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি। আর জি কর দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ-সহ পাঁচজনের নাম রয়েছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সিবিআইকে এই মামলার চার্জ গঠন করতে হবে সাতদিনের মধ্যেই। সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার আগে চার্জগঠন প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপেরা। ডিভিশন বেঞ্চ তার প্রেক্ষিতেই এমনটা জানাল। 
এরই মধ্যে আর জি কর কাণ্ডের দ্রুত শুনানির যে আবেদন নির্যাতিতার পরিবার করেছিল, তা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন, দ্রুত শুনানির প্রয়োজন নেই। আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার সঙ্গেই এটি শোনা হবে। অর্থাৎ আগামী ১৭ মার্চ। সিবিআই তদন্তের গতি প্রকৃতির সমালোচনা করে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন অভয়ার মা-বাবা। শুক্রবার তাঁদের আইনজীবী করুণা নন্দী মামলাটি দ্রুত শুনানির আবেদন করেন।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা