বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বনগাঁ-চাকদহ সড়কের পাশে  যাত্রী প্রতীক্ষালয়ে মদের আসর

সংবাদদাতা, বনগাঁ: রাস্তার পাশে রয়েছে যাত্রী প্রতীক্ষালয়। কিন্তু সেখানে আসেন না যাত্রীরা। উল্টে রাত হলেই বসে মদের আসর। যাত্রী প্রতীক্ষালয়ের পাশে পড়ে থাকে মদের বোতল, কাফ সিরাপের খালি বোতল, চিপসের প্যাকেট সহ নানা সামগ্রী। বনগাঁ-চাকদহ সড়কের দুপাশে গোপালনগর থানার পোলতা এলাকায় এই ছবি হামেশাই দেখা যায়। সন্ধ্যার পর থেকে যাত্রী প্রতীক্ষালয় দুষ্কৃতীদের আস্তানা হলেও দেখা মেলে না পুলিসের। পুলিসি টহল না থাকায় অবলীলায় চলে মদ্যপান।
বেশ কয়েক বছর আগে বনগাঁ-চাকদহ সড়ক সম্প্রসারণ হয়েছে। তৈরি হয়েছে দু’লেনের ঝাঁ চকচকে রাস্তা। রাস্তার পাশে যাত্রীদের সুবিধার্থে একাধিক প্রতীক্ষালয় তৈরি হয়েছে। গোপালনগর থানার পোলতা, চালকি এলাকায় বেশ কয়েকটি যাত্রী প্রতীক্ষালয় দীর্ঘদিন ধরে অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, সারাদিন সেখানে কোনও যাত্রীকে প্রায় দেখাই যায় না। কিন্তু সন্ধ্যা নামলেই সেখানে আনাগোনা বাড়ে। বেপরোয়া বাইক চালিয়ে একাধিক যুবককে সেখানে আসতে দেখা যায়। বসে মদের আসর। নানা প্রকার নেশার আস্তানা হয়ে ওঠে যাত্রী প্রতীক্ষালয়। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থেকে মদ, কাশির সিরাপের খালি বোতল। আধুনিক যাত্রী প্রতীক্ষালয় তৈরি হলেও সেগুলি নোংরা আবর্জনায় ভরা। কর্তৃপক্ষের এবিষয়ে কোনও হেলদোল নেই বলেই দাবি স্থানীয়দের। কোথাও যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে গোরু ছাগলের বাস। কোথাও শুকনো হচ্ছে কাঠ। যাত্রী প্রতীক্ষালয়ের দেওয়ালে থাকা মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করা হয়েছে একাধিক জায়গায়।
মদের আসর শেষ হলেই মদ্যপ যুবকরা রাস্তায় বাইক স্টান্ট করে। বাজি ধরে দ্রুত গতিতে বাইক চালানোর প্রতিযোগিতায় নামে তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন বনগাঁর দিক থেকে চালকী এলাকায় রাত হলেই বাইকের দাপট বাড়ে। রাস্তার পাশে একাধিক চায়ের দোকানে চলে নেশার আসর। পুলিসের টহল চোখে পড়ে না বলে দাবি বাসিন্দাদের।  নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা