বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উস্থিতে জমি কারবারিকে গুলি করে খুন, আটক ২

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি সংক্রান্ত বিবাদে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত যুবক জমির কারবারেই যুক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উস্থি থানার বাঘারিয়া অঞ্চলে। ইতিমধ্যে এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিস। তারা জানিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব হালদার (৪৫)। জমি ও মাটির কারবার বা দালালির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুদ্ধদেব যখন নিজের অফিসে বসেছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে। ভিতরে ঢুকে তাঁকে গুলি করে চম্পট দেয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজনই প্রথমে জখম বুদ্ধদেবকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুন দে বলেন, ‘মৃতের খুব ঘনিষ্ঠ সহযোগীরা সন্দেহের তালিকায় রয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান ও তল্লাশি চলছে। লুকনোর কয়েকটি ডেরার হদিশও মিলেছে। দ্রুত মূল অভিযুক্তরা গ্রেপ্তার হবে। আপাতত দু’জনকে আটক করে জেরা চলছে।’ 
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, জায়গা-জমি নিয়ে বুদ্ধদেববাবু ও তাঁর সহযোগীদের মধ্যে কিছু ঝামেলা চলছিল। সম্প্রতি সেই সমস্যা আরও প্রকট হয়। তার ফলশ্রুতিতেই এই কাণ্ড বলে মনে করছেন তদন্তকারীরা। বুদ্ধদেবের বিরুদ্ধে সম্পত্তি দখল সংক্রান্ত একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। গত চার বছরে উস্থি থানায় তাঁর বিরুদ্ধে ছ’টি মামলা হয়েছে বলে জানান ওই পুলিসকর্তা। 
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা