বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিশ্ববিদ্যালয়ে বিয়ের ভিডিও কাণ্ডে ম্যাকাউটের অধ্যাপিকার পদত্যাগ

সংবাদদাতা, কল্যাণী: ক্যাম্পাসে বিয়ের ভিডিও কাণ্ডে অবশেষে পদত্যাগ করলেন ম্যাকাউটের অধ্যাপিকা। গত শনিবার ইমেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্যাম্পাস টানা তিন দিন বন্ধ থাকায় মঙ্গলবার বিষয়টি সামনে আসে।
বিশ্ববিদ্যালয়ের কক্ষে তোলা বিয়ের ভিডিও ঘিরে শোরগোল শুরু হয় সম্প্রতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি (ম্যাকাউট) হরিণঘাটার মোহনপুর ক্যাম্পাসে বিয়ের ভিডিও ঘিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। শুধু ছবি বা ভিডিওই নয়, বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে দু’জন দু’জনকে স্বামী-স্ত্রীর স্বীকৃতিও দিয়েছিলেন লিখিতভাবে স্বাক্ষর করে। তাতে আবার সাক্ষী দিয়েছিলেন তিনজন। বিতর্ক শুরু হতেই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অনুসারে তিন সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। মঙ্গলবার ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল। কিন্তু তার আগেই ইস্তফা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে থাকা ওই অধ্যাপিকা। এর আগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়। ওই অধ্যাপিকা এরপর দাবি করেছিলেন, ঘটনাটি একটি সাইকো ড্রামার অংশ। কিন্তু তদন্ত কমিটি অধ্যাপিকার পক্ষে না গিয়ে প্রাথমিক রিপোর্টে দাবি করে, ওই ঘটনা কোনও নাটকের অংশ নয়। পদত্যাগ প্রসঙ্গে অধ্যাপিকার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ ছিল। ম্যাকাউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ি বলেন, অধ্যাপিকা গত শনিবার ইমেল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে আলোচনা হবে। ছাত্রের অভিভাবকরা উপাচার্যের সঙ্গে দেখা করেছেন। আপাতত ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা