কলকাতা

খাঁড়ি ঘেরা নেই, সেই সুযোগেই লোকালয়ে দক্ষিণরায়! মৈপীঠে রাতভর বাঘের আতঙ্কের পর ফিরল স্বস্তি

সংবাদদাতা, বারুইপুর: আতঙ্কে প্রায় বিনিদ্র রাত কাটালেন বারুইপুরের মৈপীঠবাসী। বুধবার সন্ধ্যাবেলা খোদ দক্ষিণরায়ের আগমনের খবর চাউর হতেই আতঙ্কে ঘরের দরজা বন্ধ করেছিলেন গ্রামবাসীরা। রাতভর চাপা উত্তেজনার মধ্যে কাটানোর পর বৃহস্পতিবার সকালে জানা গেল, জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। ফলে স্বস্তিতে মৈপীঠের মধ্য গুড়গুড়িয়া গ্রাম।
গতকাল, বুধবার  সন্ধ্যার পর মৈপীঠের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িয়া এলাকা দিয়ে দুই যুবক বাইকে চেপে যাচ্ছিলেন। জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁরা একটি বাঘ দেখতে পান। আতঙ্কে তাঁরা বাইক ফেলে রেখে গ্রামের দিকে দৌড়ে দেন। এরপরেই চাউর হয়ে যায় বাঘের খবর।
খবর পেয়ে চিতুড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। রাতভর বনদপ্তরের কর্মীদের সঙ্গে থেকে গ্রাম পাহারা দেন পুরুষেরা। তবে সকালে মেলে স্বস্তির খবর। বৃহস্পতিবার সকাল থেকে বনদপ্তরের লোকজন ফের জঙ্গলে নেমে বাঘের পায়ের ছাপ মিলিয়ে পর্যবেক্ষণ শুরু করে। সেই পর্যবেক্ষণ থেকেই জানা যায়, বাঘ মাকরি নদী পার হয়ে আজমলমারি জঙ্গলে চলে গিয়েছে। ফলে আপাতত স্বস্তিতে গ্রামবাসীরা।
তবে, বারেবারে মৈপীঠের বিভিন্ন গ্রামে বাঘের আনাগোনা হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। তাঁদের দাবি, জাল ছেঁড়া থাকার সুযোগ নিয়ে বাঘ লোকালয়ে চলে আসছে। যদিও বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন, খাঁড়ি ঘেরা নেই, সেই সুযোগেই খাঁড়ি পথ ধরে বাঘ নদীর দিকে চলে আসছে। তারপরে নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ছে।
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা