কলকাতা

চুঁচুড়ায় আন্দোলনকারীদের হুঁশিয়ারিতে কড়া অবস্থান ইচ্ছুক পুরকর্মীদের নিরাপত্তা চেয়ে চিঠি

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবারই চুঁচুড়া পুরসভার আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা সমস্ত পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে পাল্টা কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিলেন পুরকর্তারা। বুধবার পুরসভার তরফ থেকে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাতে পুরসভার কাজ করতে ‘ইচ্ছুক’ অস্থায়ী কর্মীদের জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, তাতে আন্দোলনকারীদের উপরে আইনি পথে মোকাবিলা করার চাপ থাকবে। পুরকর্তা বনাম আন্দোলনকারীদের এই টানাপোড়েনের মধ্যেও অবশ্য পুরনাগরিকদের জন্য কোনও সুখবর নেই। ১৮ দিন ধরে সাফাই না হওয়া শহরে বুধবারও সাফাই পরিষেবা মেলেনি। এমনকী পরিষেবা মিলবে কবে? তারও উত্তর অধরা।
এদিকে, জোরজবরদস্তি না করলেও পুরসভার স্থায়ী কর্মীদের কাজ রুখে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন আন্দোলনকারীরা। এদিন পুরসভার অফিসে সকাল থেকেই ঘেরাও শুরু হয়। স্থায়ী কর্মীদের প্রথমে বাধা দেওয়া হয়। তারপরে আবেদন করা হয়। শেষপর্যন্ত অনেক কর্মী পুরসভার অফিসে যাননি, তবে কিছু কর্মী কাজে যোগও দেন। আন্দোলনকারীরা মঙ্গলবারই পুরসভা অফিস অচল করার পরিকল্পনা নিয়েছিল। তবে জোর না করে আপাতত আবেদন-নিবেদন দিয়ে তাঁরা শুরু করেছেন। তবে এদিনই একদল ‘ইচ্ছুক’ মহিলা কর্মীকে কাজে নামতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে পুরসভার অফিসে চাঞ্চল্য ছড়ায়। শেষপর্যন্ত অবশ্য কয়েক জন মহিলা কর্মী কাজে নামতে পারেননি। পুরসভার চেয়ারম্যান অমিত রায় এদিন সদর মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেছেন। পরে তিনি বলেন, ইচ্ছুক অস্থায়ী কর্মী এবং পুরসভার সরকারি কর্মীদের কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিষয়টি সদর মহকুমা শাসককে জানিয়েছি। কারণ, আইনশৃঙ্খলার বিষয়টি প্রশাসনের এক্তিয়ারভুক্ত। একটি সার্বিক চক্রান্ত চলছে। শহরের নাগরিকদের বিব্রত করাটাই আন্দোলনকারীদের উদ্দেশ্য। পুরসভার কর্মীসংগঠনের নেতা অসীম অধিকারী বলেন, প্রশাসন ও পুরসভা, দু’টি প্রতিষ্ঠানের কোনও কর্তা আমাদের রুজিরুটি, পরিবারের কথা ভাবেনি। ফলে, সার্বিক কর্মবিরতিতে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা আমাদের কাছে নেই। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি দুর্বলতা বলে ভাবা হয় তবে তার খেসারত পুরকর্তাদের দিতে হবে। এদিকে, কাজে যোগ দিতে ‘ইচ্ছুক’ একাংশের মহিলা কর্মী বলেন, আমরা কাজ করতে চাই। কারণ, আন্দোলন করে আমাদেরই ক্ষতি হচ্ছে। কিন্তু এদিন আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে। কাজ করলে পরিণাম খারাপ হবে, বলে হুমকি দেওয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর থেকে শহরে রাস্তা থেকে বাসিন্দাদের বাড়ির আবর্জনা সাফাই হয়নি। পুরকর্মীদের আন্দোলন মেটানোর উদ্যোগ পুরসভা থেকে প্রশাসন কেউ নেয়নি। ফলে, বড়দিন ও নতুন বছরের প্রাক্কালে শহর ভাগাড়ে পরিণত হয়েছে। আন্দোলনকারী থেকে পুরকর্তারা, কৌশল পাল্টা কৌশলে মেতে আছেন। দু’য়ের মাঝে পড়ে নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।   
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা