কলকাতা

শৈলেন মান্না স্টেডিয়ামের পিছনে ‘সবুজ সাথী’র বাতিল সাইকেলের গোডাউন!

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: শৈলেন মান্না স্টেডিয়ামের পিছনের অংশ যেন বাতিল ও পরিত্যক্ত সইেকেলের গোডাউন! গত কয়েক বছর ধরে এখানে জমা হচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্পের বাতিল সাইকেল। দিনে দিনে নষ্ট সাইকেলের পাহাড়ে পরিণত হয়েছে হাওড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেডিয়ামের একাংশ। বাড়ছে মশার উপদ্রব। বাতিল সাইকেলগুলি ফিরিয়ে নেওয়া বা সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বরাতপ্রাপ্ত সংস্থার কোনও হেলদোল নেই বলে অভিযোগ। বেহাল সাইকেলগুলি নিয়ে কী করা হবে, তা নিয়ে মহা ফাঁপরে পড়েছে জেলা শিক্ষাবিভাগ। 
শৈলেন মান্না স্টেডিয়ামের গ্যালারির পিছনের অংশে দোতলায় উঠলেই দেখা যাবে, দুই কোণে কয়েকশো ‘সবুজ সাথী’ সাইকেলের স্তূপ। কোনওটির টায়ার নষ্ট, কোনও সাইকেলের ব্রেক কিংবা চেইন সম্পূর্ণ অকেজো। বেশ কিছু সাইকেলের রং চটে গিয়ে এমন অবস্থা হয়েছে যে দেখে বোঝা মুশকিল, এগুলি সরকারি প্রকল্পের নতুন সাইকেল। স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর কথায়, ‘গত এক বছর এখানে কাজ করছি। তার আগে থেকেই সাইকেলগুলি এভাবে পড়ে রয়েছে। অনেক সাইকেলের টায়ার, সিট নষ্ট হয়ে গিয়েছে। বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে জল পড়ে জমে থাকে এই স্তূপে। তাই এত মশা হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে ভয়ে থাকি আমরা।’ 
বাতিল সাইকেলগুলি যেখানে জড়ো করে রাখা হয়েছে, তার পাশেই নয়া শিক্ষাবর্ষে পড়ুয়াদের বিতরণের জন্য নতুন সাইকেলের বিভিন্ন পার্টস এনে রাখা হয়েছে। মঙ্গলবার স্টেডিয়ামের ওই অংশে গিয়ে দেখা গেল, নতুন সাইকেলগুলি প্রস্তুত করছেন কর্মীরা। ডিসেম্বরে এখনও পর্যন্ত ৯০০টি সাইকেল ‘ফিটিং’ করা হয়েছে। এর মধ্যে ৭৫০টি সাইকেল বণ্টনও হয়ে গিয়েছে। আগামী মার্চ পর্যন্ত জেলাজুড়ে প্রায় ১০ হাজার সাইকেল বণ্টন হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শৈলেন মান্না স্টেডিয়াম সহ জেলার মোট ২২টি জায়গায় নতুন সাইকেল ‘ফিটিং’-এর কাজ করা হয়। ব্লকে ব্লকে পাঠানো কোনও সাইকেলে ত্রুটি ধরা পড়লে সেগুলি এনে রাখা হয় এই স্টেডিয়ামে। এভাবেই গত কয়েক বছরে একটু একটু করে তৈরি হয়েছে বাতিল সাইকেলের পাহাড়। অনেক সময় বাতিল সাইকেল থেকে  পার্টস খুলে নতুন সাইকেলে লাগানো হয়। জেলা শিক্ষাবিভাগ সূত্রে আরও খবর, স্কুলের তরফে প্রতি বছর পড়ুয়া সংখ্যা অনুযায়ী নতুন সাইকেলের জন্য আবেদন করা হয়। কিন্তু সাইকেল এসে পৌঁছনোর আগেই কেউ পড়াশোনা ছেড়ে দিলে তাদের সাইকেলগুলিও এখানে এনে রাখা হয়। 
জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিতকুমার হাইত বলেন, ‘অনেক সময় নতুন সাইকেলে বড়সড় ত্রুটি ধরা পড়লে সেগুলি বাতিল করে দিতে হয়। কতগুলি সাইকেল এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, সবুজ সাথীর ভারপ্রাপ্ত নোডাল অফিসার তা বলতে পারবেন।’ তবে জেলা শিক্ষাবিভাগের এক পদস্থ কর্তা বলেন, ‘স্টেডিয়ামে পড়ে থাকা বাতিল সাইকেলগুলি ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বরাতপ্রাপ্ত সংস্থারই। কিন্তু তাদের কোনও হেলদোল দেখা যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’  
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা