দেশ

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। আজ, বৃহস্পতিবার পার্লামেন্ট স্ট্রিট পুলিস স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেছেন তাঁর বিরুদ্ধে। এদিন সকালে আম্বেদকর ইস্যুতে সংসদে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। সেই সময় বিজেপি সাংসদরা মকর দ্বার দিয়ে সংসদে প্রবেশ করার চেষ্টা করলে ঘটে বিপত্তি। অভিযোগ, বিজেপি সাংসদরা সংসদে প্রবেশ করতে চাইলে বিরোধী সাংসদদের সঙ্গে ধাক্কাধাক্কি, ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। দুই শিবিরের ধ্বস্তাধস্তির পর তা হাতাহাতির রূপ নেয় বলে অভিযোগ। সেই সময় না কী রাহুল গান্ধীর ধাক্কায় পড়ে যান বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারাঙ্গি। মাথায় চোটও পান। এরপর প্রতাপচন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়াও, ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন মুকেশ রাজপুত নামের আর এক বিজেপি সাংসদ। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় বিজেপি।
গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁর দলীয় সাংসদরা ক্ষমতার অপব্যবহার করেছেন।  এমনকী তাঁদের পার্লামেন্টে প্রবেশে করতে বাধাও দিয়েছেন। অপরদিকে, কংগ্রেস পালটা দাবি করেছে যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবেই তাঁদের উপর আক্রমণ চালিয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা স্পিকারকে চিঠিও লেখা হয়েছে বলে সূত্রের খবর। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর, কে সুরেশরা অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাঁকেই ধাক্কা দেওয়া হয়েছিল। অন্যদিকে, বিজেপির সাংসদ প্রতাপ অভিযোগ করেছেন, রাহুল গান্ধী এসে এক সাংসদকে ঠেলে দেন। সেই সাংসদ না কী তাঁর উপর এসে পড়েন। এরপরেই তিনি পড়ে যান, চোট পান। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিজেপির এফআইআরের জেরে রাহুল গান্ধীর রাজনৈতিক ও সাংসদ জীবনের উপর কোনওরকম প্রতিক্রিয়া কী হতে পারে? এই নিয়েও শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি এই বিষয়টি নিয়ে বিজেপি যেভাবে সোচ্চার হয়েছে তাতে স্পিকার পুলিসকে তদন্তের নির্দেশও দিতে পারেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা