কলকাতা

রবিতে ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ডানার জন্য কলকাতা সফর বাতিল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে আগামী রবিবার আসছেন তিনি। সেইদিনই বঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনাও করবেন শাহ। আর জি কর ইস্যুর জন্যই এতদিন পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি বিজেপি। ভোটমুখী রাজ্য বাদে দেশের কিছু জায়গায় সেই অভিযান ইতিমধ্যেই শেষ পর্যায়ে।
আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সেই কর্মসূচির শুরু করার কথা ছিল অমিত শাহের হাত ধরেই। কিন্তু ঘূর্ণিঝড় ডানার জেরে কলকাতায় আসতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অবশেষে আগামী রবিবার কলকাতায় আসছেন বলে রাজ্য বিজেপিকে জানিয়েছেন অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সেইদিনই বঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনাও করবেন তিনি। সল্টলেকের এক সরকারি প্রেক্ষাগৃহে এই কর্মসূচিতে হাজির থাকবেন শাহ। তারপর রাজারহাটের একটি অভিজাত হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভার আসনে উপ-নির্বাচন রয়েছে। সেই উপ-নির্বাচন নিয়ে রাজ্য নেতৃত্বকে টোটকা দেবেন শাহ। এছাড়াও আগামী ২০২৬-এর রোডম্যাপ ও দলের সাংগঠনিক বিষয়ে বেশ কিছু বার্তাও দিতে পারেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি পদেও রয়েছে নির্বাচন। সেই বিষয়েও সুকান্ত-দিলীপদের কিছু বার্তা দিতে পারেন শাহ।
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা