বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

একাধিক ম্যাচ উইনারে ঝলমলে মোহন বাগান

শিশির ঘোষ: দু’ম্যাচ আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান। অনায়াস আধিপত্যের ছবি স্পষ্ট। চলতি মরশুমে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে মনবীর-লিস্টনরা।  রবিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে গোটা দলের মধ্যেই এক অদম্য জেদ আর হার না মানা মানসিকতা দেখতে পাই। ম্যাচের সংযোজিত সময়ে পেত্রাতোসের গোল তারই ফসল। ম্যাকলারেন, মনবীররা সহজ সুযোগ নষ্ট না করলে অনেক আগেই গোল পেতে পারত মোহন বাগান। তবে কথায় আছে, ‘যার শেষ ভালো, তার সব ভালো।’
গোল নষ্টের প্রদর্শনীতে একটা সময় গ্যালারিতে চাপ বাড়ছিল। ফুটবলাররা কোথাও সেটা উপলদ্ধি করতে পারছিল। এই জায়গায় দিমিত্রিকে নামানোটা অবশ্যই কোচ মোলিনার মাস্টার স্ট্রোক। চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই এই অজি ফুটবলার। তবে বড় মঞ্চে কীভাবে নিজেকে মেলে ধরতে হয়, তা ওর থেকে ভালো হয়তো আর কেউ জানে না। গত দুই মরশুমে চাপের মুখে একাধিক ম্যাচে সে দলকে জয় এনে দিয়েছে। বিশেষত স্ট্রাইকার পজিশনে অনেক বেশি কার্যকরী। তাই তো কামিংসের আগে ওকে নামিয়ে যাবতীয় অঙ্ক বদলে দিলেন স্প্যানিশ কোচ।
ফুটবলাররা মাঠে নেমে পারফর্ম করে। তবে ড্রেসিং-রুমের পরিবেশের উপর একটি চ্যাম্পিয়ন দলের সাফল্য অনেকটাই নির্ভর করে। এক্ষেত্রে স্প্যানিশ কোচ দারুণভাবে প্রতিটি ফুটবলারকে সামাল দিয়েছেন। দলে একাধিক তারকা ফুটবলার থাকলে অনেক সময় ইগোর সমস্যা দেখা দেয়। আর দিমিত্রি-কামিংসের মতো ফুটবলারকে দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখাটা কিন্তু সহজ কাজ নয়। এক্ষেত্রে অবশ্যই মোলিনা দারুণভাবে গোটা দলকে পরিচালনা করেছেন। আসলে এই মোহন বাগান দলে ম্যাচ উইনার অনেক। খারাপ দিনেও পরিবর্ত হিসেবে মাঠে নেমে যে কেউ ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। রবিবার আরও একবার সেটাই হল। এই জায়গাতেই আইএসএলে বাকি দলগুলির তুলনায় কয়েক যোজন এগিয়ে মোহন বাগান।
‘ব্যাক টু ব্যাক’ লিগ-শিল্ড জয়ের জন্য কোচ ও ফুটবলারদের অভিনন্দন। তবে আইএসএলের গণ্ডিতেই নিজেদের আটকে রাখলে চলবে না। এবার মোহন বাগানের থেকে আরও ভালো কিছু পাওয়ার আশায় রইলাম। আগামী মরশুমে ফের একবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছে মোহন বাগান। আশা করব, এবার অন্তত দল ভালো কিছু করে দেখাবে। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাবাবুও শুনলাম, আন্তর্জাতিক ট্রফিকে পাখির চোখ করছেন। আমি নিশ্চিত, মোহন বাগানের সঙ্গে যুক্ত হতে পেরে গোয়েঙ্কাবাবু গর্বিত। ঠিক তেমনই ওঁর মতো ব্যক্তিত্বকে পেয়ে মোহন বাগানের ভাগ্য খুলে গিয়েছে। উনি শুধু ইনভেস্টর নন, সেনাপতির মতো সামনে থেকে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে চলেছেন। আইএসএলে প্রতিটি দলই কোনও না কোনও সংস্থার সঙ্গে যুক্ত। তবে সঞ্জীব গোয়েঙ্কার মতো এতটা প্যাশন কারও নেই।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা