আমরা মেয়েরা

সারা বছরই মায়ের চাই সঠিক যত্ন

‘মাতৃত্ব এক এক জনের জীবনে এক এক রকমভাবে আসে। প্রতিটি মায়ের অনুভূতি আলাদা। কিন্তু মাতৃত্ব সব মায়ের কাছেই বিশেষ এক স্বাদ বহন করে। মেয়েদের জীবনে সম্পূর্ণতা নিয়ে আসে মাতৃত্ব’, জানালেন গাইনকোলস্টি ডাঃ মঞ্জরী চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, জীবনযাপনগত কিছু কারণে এখন অনেক মহিলার কাছে মাতৃত্ব গ্রহণ একটু সমস্যাবহুল হয়ে উঠছে। অনেক মহিলা আবার অতিরিক্ত কেরিয়ার সচেতন বলে মাতৃত্ব গ্রহণ করতেই চান না। তবু সন্তানের জন্ম ও তার বড় হয়ে ওঠার মাধ্যমে একজন মহিলার জীবন এক অন্য ধরনের পরিপূর্ণতা পায়। স্ত্রীরোগবিশেষজ্ঞ হওয়ার সুবাদে অনেক শিশুকে ভূমিষ্ঠ করার সৌভাগ্য হয়েছে মঞ্জরীর। সন্তানের মুখ দেখার পর মায়েদের নিদারুণ আনন্দের অনুভূতির ভাগ পেয়েছেন তিনি। সন্তানকে দু’হাতে ধরে এক অসম্ভব তৃপ্তির চাউনি প্রত্যক্ষ করেছেন তিনি মায়ের মুখে। জন্ম দেওয়ার কষ্ট মুহূর্তে মুছে যেতেও দেখেছেন তাঁদের চোখমুখ থেকে। বাচ্চাকে কোলে নেওয়ার পরিপূর্ণতায় ভরে উঠতে দেখেছেন তাঁদের। আর এই অভিজ্ঞতা কিন্তু সময় ও যুগ নির্বিশেষে একই রয়ে গিয়েছে, জানালেন মঞ্জরী। তাই মাতৃত্বের অনুভূতির কোনও মাপকাঠি নেই। মা ও সন্তানের সম্পর্ক এমনই এক অমোঘ বন্ধন যা পৃথিবীর অন্য যে কোনও সম্পর্কের তুলনায় আলাদা বলে মনে করেন মঞ্জরী। সন্তানের মঙ্গলের জন্য সবার আগে নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিতে প্রস্তুত থাকেন মা। তবু মাদার্স ডে-র প্রাক্কালে আধুনিক মায়েদের উদ্দেশে তিনি জানালেন, নিজেদের যত্ন নেওয়া প্রতিটি মহিলার কর্তব্য। সন্তানের ভালোর জন্যই মায়ের ভালো থাকাটাও জরুরি। তাই নিজের প্রতি অবহেলা নয়, বরং নিজের দেখভালের মাধ্যমেই সন্তানকে ভালোভাবে বড় করা সম্ভব, বললেন তিনি। তাঁর মতে মায়ের শরীরের সঠিক যত্ন নেওয়া হয় না। পারিবারিকভাবেই এই সচেতনতা আসা দরকার। মেয়েদের শরীর ভালো হলে সুস্থ সন্তান জন্ম নেবে। মেয়েদের সঠিক খাওয়াদাওয়া দরকার। আবার সন্তানধারণের সময় খাওয়াদাওয়ার মান বাড়িয়ে বাকি সময় অবহেলা করলেও চলবে না। সারা বছরই মায়ের চাই সঠিক যত্ন।    
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা