খেলা

কুয়াদ্রাতই দেখাবেন দিশা, আশা মরগ্যানের

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ২০১০ সাল। পরের পর হারে জর্জরিত লাল-হলুদ। দলের হাল ফেরাতে ট্রেভর জেমস মরগ্যানের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন কর্তারা। পরের চার বছর পেন-মেহতাব-টোলগেদের নিয়ে কার্যত অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন তিনি। আই লিগ দিতে না পারলেও লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে তাঁর আলাদা জায়গা রয়েছে। ঠিক একইরকমভাবে ইস্ট বেঙ্গল এখনও মরগ্যানের হৃদয়ে। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি। 
প্রশ্ন: গ্রুপ শীর্ষে থেকে ডুরান্ড কাপের নক আউটে পৌঁছেছে ইস্ট বেঙ্গল। পাশাপাশি চার বছর পর ডার্বি জয়। খাবরাদের সাফল্যে কতটা খুশি?
মরগ্যান: ডার্বির উত্তাপ আমি টের পেয়েছি। এই ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগের বিস্ফোরণ ঘটে। মোহন বাগানকে হারিয়ে মরশুমের প্রথম বড় ম্যাচ জয়ের কারিগর কার্লেস কুয়াদ্রাতকে আন্তরিক অভিনন্দন। বিশ্বাস করি, স্প্যানিশ কোচের অভিজ্ঞতা লাল-হলুদকে দিশা দেখাবে। ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা কুয়াদ্রাতের বড় অস্ত্র। ম্যানেজমেন্টের উচিত তাঁকে সময় দেওয়া। সঠিক সিস্টেম আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে সাফল্য অবশ্যই আসবে।
প্রশ্ন: এবারের ইস্ট বেঙ্গল দল কেমন হয়েছে? 
মরগ্যান: প্রথমেই একটা কথা সাফ বলে রাখি। দলগঠনের ব্যর্থতাই ইস্ট বেঙ্গলকে গত কয়েক মরশুম ডুবিয়েছে। আই লিগ খেলার ফুটবলার নিয়ে আইএসএলে ভালো ফল করা সম্ভব নয়। তাহলে তো ফুটবল বিজ্ঞানই ভুল। সাফল্যের জন্য পজিশন অনুযায়ী একাধিক যোগ্য ফুটবলার নিতে হয়। এবার তা হয়েছে। হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাইকে নেওয়াই তার প্রমাণ। বিদেশি নির্বাচনেও ভাবনার ছাপ সুস্পষ্ট। সময় গড়ানোর সঙ্গেসঙ্গে নিশ্চয়ই আরও ভালো খেলবে ইস্ট বেঙ্গল। 
প্রশ্ন: আপনার কোচিংয়ে ক্লাব তাঁবুতে ট্রফির বান ডেকেছিল। তারপর সেভাবে বড় সাফল্যের মুখে দেখেনি লাল-হলুদ। এবার কি নতুন কোচের তত্ত্বাবধানে আলোর পথে হাঁটবে ইস্ট বেঙ্গল? 
মরগ্যান : দেখুন, কোনও কোচের পক্ষে রাতারাতি ম্যাজিক দেখানো সম্ভব নয়। ড্রেসিং-রুমের রসায়নও বড় ফ্যাক্টর।  আমি কোচ থাকাকালীন ওপারা, পেন, টোলগের মতো বিদেশি ফুটবলারও চমৎকারভাবে দলের সঙ্গে মিশে গিয়েছিল। সৌমিক, মেহতাব, ইসফাকদের সঙ্গে এখনও আমার যোগাযোগ রয়েছে। এই আত্মিক সম্পর্কই ক্লাবকে সাফল্য এনে দিয়েছিল। কোচ, ফুটবলার ও কর্তাদের মধ্যে বন্ডিং থাকা আবশ্যক। জানি, কলকাতায় এখন তো প্রাক-মরশুম প্রস্তুতি চলছে। সবার আগে আদর্শ টিম তৈরির দিকে নজর দেওয়া দরকার থিঙ্কট্যাঙ্কের। তাহলেই কোচের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।
প্রশ্ন: সমর্থকদের জন্য কী বার্তা দেবেন?
মরগ্যান: স্বীকার করতে দ্বিধা নেই, কলকাতায় সাফল্যের নেপথ্যে অনুরাগীদের অবদান যথেষ্ট। লাল-হলুদ জনতার ভালোবাসা আজীবন মনে রাখবে। তাঁদের উৎসাহ ফুটবলারদের চনমনে রাখত। অনুরোধ একটাই, দলের পাশে থাকুন। আপনারাই ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সম্পদ।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা