বিনোদন

চলচ্চিত্র ও নাট্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত মনোজ মিত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বেশ কয়েকবার তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। আজ, মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। মনোজ মিত্রের জীবনাবসানের খবরের সত্যতা স্বীকার করেছেন তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে কিছুদিন আগেই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মনোজ মিত্র। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল জানিয়েছিল, মনোজবাবুর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাশিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে তাঁর চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড। কিন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টাই বৃথা হয়ে গেল। ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন বাঞ্ছারাম।
মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতক হন তিনি। ১৯৫৭ সালে থিয়েটারে অভিনয় শুরু। ১৯৭৯ সালে চলচ্চিত্রে হাতেখড়ি তাঁর। ‘চাক ভাঙা মধু’, ‘মৃত্যুর চোখে জল’, ‘অবসন্ন প্রজাপতি’, ‘নীলা’,‘সিংহদ্বার’, ‘ফেরা’র মতো নাটকে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এছাড়াও বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন মনোজবাবু। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হল- ‘বাঞ্ছারামের বাগান’, ‘শত্রু’, ‘তিন মূর্তি’, ‘দামু’। ‘সাজানো বাগান,’ ‘নরক-গুলজার,’-এর মতো বেশ কয়েকটি নাটকও রচনা করেছিলেন তিনি। নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৮৬ সালে পেয়েছিলেন সঙ্গীত নাট্য আকাদেমি অ্যাওয়ার্ড। এছাড়াও ২০০৫ সালে এশিয়াটিক সোসাইটির তরফে মনোজ মিত্রকে স্বর্ণপদক দেওয়া হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বাংলায়। মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মনোজ মিত্রের পরিবারের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার তাঁর মরদেহ প্রথমে ‘সুন্দরন’ নাট্যগোষ্ঠীর অফিসে যাবে। সেখান থেকে আকাদেমি অব ফাইন আর্টসে নিয়ে যাওয়া হবে। বিকেলে রবীন্দ্র সদনে মনোজবাবুর মরদেহ শায়িত থাকবে, যাতে ভক্তরা শেষশ্রদ্ধা জানাতে পারেন। এরপর রবীন্দ্র সদন চত্বরে অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা