আপনার সামনে সাজানো হরেক স্বাদের সিনেমা। ড্রামা, রোমান্স, কমেডি, থ্রিলার, সাইকোলজিক্যাল হরর, ডিটেকটিভ ফিকশন, রহস্য— কোন স্বাদ আপনার পছন্দ? শুধু বেছে নেওয়ার অপেক্ষা। সোমবার তাজ বেঙ্গলে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে ১৮টি বাংলা ছবির টিজার এবং মোশন পোস্টার লঞ্চ করল এসকে মুভিজ। কমলেশ্বর মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সায়ন্তন ঘোষ, রাজা চন্দর মতো পরিচালকের পরিচালনায় তালিকায় রয়েছে ‘সান্তা’, ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ‘অপরিচিত’, ‘যদি এমন হতো’, ‘গৃহস্থ’, ‘এখানে অন্ধকার’, ‘ডিয়ার ডি’, ‘চন্দ্রবিন্দু’, ‘বাবু সোনা’, ‘আপনজন’, ‘আমি আমার মতো’, ‘অন্নপূর্ণা’-র মতো নানা ছবি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান অশোক ধানুকা বলেন, ‘ইন্ডাস্ট্রি আমাকে সব কিছু দিয়েছে। এবার আমরা একটু অন্য দিকেও কাজ করতে চাইছি। এই অনুষ্ঠানে তারই সূচনা হল।’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু ধানুকার কথায়, ‘একসঙ্গে ১৮টি সিনেমার টিজার ও মোশন পোস্টার লঞ্চ আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন। প্রত্যেকটা ছবিই সুন্দর, একে অপরের থেকে আলাদা।’ শাকিব খান, অনন্যা চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাইমা সেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, ঈশা সাহা, ঋতাভরী চক্রবর্তী, জিতু কমলের মতো অভিনেতা এই ছবিগুলির সম্পদ। নির্মাতাদের আশা প্রত্যেকের পারফরম্যান্স দর্শকের পছন্দ হবে।