কলকাতা

পাথরপ্রতিমার ঢোলাহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, জখম প্রায় ২০

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জখম প্রায় ২০ জন। গতকাল, সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট  থানার পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার গঞ্জের বাজার ও গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল, সোমবার ওই সংস্থার পক্ষ থেকে সুন্দরবনের কৈখালিতে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেই মতো গতকাল রাত সাড়ে দশটার সময় দুটি ম্যাটাডোরে করে প্রায় ৫০ জন পর্যটক ক্যানিং থেকে ঝড়খালির উদ্দেশে রওনা দেয়। দুটি গাড়ি একসঙ্গেই ছেড়েছিল। প্রথম গাড়িটি কিছুটা এগিয়ে যায়। এর মাঝেই পিছনের গাড়িটির আচমকাই টায়ার ফেটে যায়। যার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। বিকট শব্দ হওয়ায় এলাকার মানুষজন দৌড়ে আসেন। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় ঢোলাহাট ও পাথরপ্রতিমা থানার পুলিসও। স্থানীয় মানুষজন এবং প্রশাসনের চেষ্টায় জখমদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কয়েকজনকে স্থানীয় নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা সকলেই পাথরপ্রতিমা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা