কলকাতা

সল্টলেকে বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, ক্লাস ফোরের পড়ুয়ার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালা, বাঁশদ্রোণীর পর এবার সল্টলেক। বাসের ধাক্কায় মৃত্যু হল ক্লাস ফোরের এক স্কুল পড়ুয়ার। মৃতের নাম আয়ুশ পাইক (১০)। আজ, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের ২ নম্বর গেটের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। পড়ুয়াটি সল্টলেকের একটি বেসরকারি স্কুলের ছাত্র। এদিন ছুটির পর তাকে এবং ২ বছরের এক শিশুকে স্কুটিতে বসিয়ে বাড়ি ফিরছিলেন তার অভিভাবক। সেই সময় ২ নম্বর গেটের কাছে বেসরকারি ২১৫এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়েন স্কুটি চালক। আচমকাই বাসটি রাস্তার বাম দিকে সরে আসে। ধাক্কা লাগে স্কুটিতে। ওই স্কুটির পিছনে বসে থাকা পড়ুয়াটি রাস্তায় ছিটকে পড়ে। বাসের চাকায় পিষ্ট হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুটি চালক এবং তাঁর সঙ্গে থাকা শিশুটিও। বর্তমানে তাঁরা এনআরএস হাসপাতালে ভর্তি। পুলিস সূত্রে খবর, হতাহতদের বাড়ি মানিকতলা থানা এলাকায়। অন্যদিকে, এদিন দুর্ঘটনার পরই রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ জনতা। ঘাতক বাসটি-সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তার জেরে বাইপাসে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ধীর গতিতে চলছে গাড়ি। অকুস্থলে উপস্থিত রয়েছে বিরাট পুলিস বাহিনী। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। শুরু হয়েছে তদন্ত।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা