খেলা

ডনের দেশে পাড়ি সিরাজ-সুন্দরদের, প্রথম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

মুম্বই: কিউয়িদের কাছে দুরমুশ হওয়ার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ভাবলেই এখনও শিউরে উঠছেন রবিচন্দ্রন অশ্বিন। হয়তো একই অবস্থা ভারতীয় দলের দলের বাকি সদস্যদেরও। কারণ, এর আগে কখনও এভাবে লজ্জায় পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত সারতে সময় লাগবে। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর। ডনের দেশে রোহিত শর্মারা খেলবেন পাঁচটি টেস্ট। প্রথম ম্যাচ পারথে শুরু ২২ নভেম্বর। তারপর ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ। ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। বক্সিং ডে টেস্ট ম্যাচটি যথারীতি মেলবোর্নে। শেষ টেস্ট সিডনিতে ৩-৭ জানুয়ারি।
ভারতীয় ক্রিকেটারদের দু’ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রবিবার রাতেই মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আকাশ দীপরা পারথগামী বিমান ধরেন। বিরাট কোহলি সহ বাকিরা ডনের দেশে পাড়ি দেবেন সোমবার। তার আগে সকালে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করবেন কোচ গৌতম গম্ভীর। প্রবল চাপে আছেন তিনি। কয়েকদিন আগে ঘরোয়া বৈঠকে জয় শাহ, রজার বিন্নিরা অসন্তোষ প্রকাশ করেছিলেন গম্ভীরের সামনে। অস্ট্রেলিয়া সফরে পারফরম্যান্স খারাপ হলে তাঁর চাকরি নিয়ে টানাটানি হতে পারে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে লজ্জার চুনকামের পর মুখ খোলেননি গম্ভীর। স্বভাবতই তাঁকে পড়তে হবে কঠিন প্রশ্নের মুখে। তা কীভাবে তিনি সামলান, সেটাই দেখার।
এদিকে, রবিবারই প্রথম টেস্টের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের দলে রয়েছেন দু’জন ‘আনক্যাপড’ প্লেয়ার। উইকেটকিপার ব্যাটসম্যান জস ইংলিশের সঙ্গে সুযোগ পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসইনি। আসলে ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাঁর জায়গায় উসমান খাওয়াজার সঙ্গে ওপেন করছিলেন স্টিভ স্মিথ। কিন্তু ক্যামেরন গ্রিনের চোট। তাই স্মিথ ফের পছন্দের জায়গা চার নম্বরে নামবেন। সেক্ষেত্রে ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হতে পারে ম্যাকসইনির। পারথের পিচে পেসাররা সুবিধা পাবেন। সেকথা মাথায় রেখে প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল স্টার্কের সঙ্গে স্কট বোল্যান্ডকেও স্কোয়াডে রাখা হয়েছে। দলে একমাত্র স্পিনার নাথান লিয়ঁ। 
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন না বলেও শোনা যাচ্ছে। রোহিতের পরিবর্ত হিসেবে পারথ টেস্টে ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল লোকেশ রাহুলকে। কিন্তু ভারতীয় ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে তিনি ব্যর্থ হন। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণও রান পাননি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমস্যা তাই কিছুতেই যেন কমছে না।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা