খেলা

দাপট দেখিয়েও জয় পেল না মোহন বাগান

ওড়িশা এফসি- ১              :         মোহন বাগান- ১
(বোমাস)                                              (মনবীর)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধুন্ধুমার কলিঙ্গ যুদ্ধে পয়েন্ট ভাগাভাগি। অ্যাওয়ে ম্যাচে দাপট দেখিয়েও ওড়িশার বিরুদ্ধে জিততে ব্যর্থ মোহন বাগান। ভুবনেশ্বরে ম্যাচের শুরুতেই হুগো বোমাসের লক্ষ্যভেদে লিড নেয় সের্গিও লোবেরার দল। মোহন বাগানের গোলদাতা মনবীর সিং। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল পালতোলা নৌকা। একটি ম্যাচ বেশি খেলে তিন   পয়েন্টে এগিয়ে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, এখনও চেনা ছন্দে নেই ওড়িশা। আপাতত ৮ ম্যাচে রয় কৃষ্ণাদের প্রাপ্তি মাত্র ৯ পয়েন্ট।
সুপার সানডে’তে রীতিমতো কঠিন পরীক্ষা ছিল মোহন বাগানের। একে প্রতিপক্ষের ডেরায় মেগা লড়াই। তার উপর চোটের কারণে প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্ট ছিলেন না। মাঝমাঠ জমাট করতে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান মোহন বাগান কোচ। কলিঙ্গ স্টেডিয়ামে দর্শকরা গুছিয়ে বসার আগেই লিড পেয়ে যায় ওড়িশা। ম্যাচের ৪ মিনিটে প্রতিপক্ষ বক্সের ডানদিক থেকে নিরীহ সেন্টার ভাসিয়েছিলেন অময় রানওয়াডে। এক্ষেত্রে আশিস রাই গোলরক্ষককে ব্যাক পাস করার পর সবাইকে অবাক করে তা হাতে ধরেন বিশাল কাইথ। অমার্জনীয় সেই ভুলের ফায়দা নিতে ভুল হয়নি ওড়িশার। ফ্রি-কিক থেকে বোমাসের শট মনবীরের পায়ে লেগে জালে জড়ায় (১-০)। হাবাসের জমানায় তাঁকে ছেঁটে ফেলেছিল মোহন বাগান। বদলার ম্যাচে কয়েকটা স্পেলে বোমাস বোঝালেন তিনি ফুরিয়ে যাননি। গোল খেয়ে অবশ্য দমে যায়নি মোলিনা ব্রিগেড। পেত্রাতোসের গোলার মতো শট শরীর ছুড়ে বাঁচান অমরিন্দার সিং। মোহন বাগান সমতায় ফেরে ৩৫ মিনিটে। পেত্রাতোসের কর্নার থেকে দুরন্ত হেডে জাল কাঁপান মনবীর (১-০)। কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ক্ষেত্রে মোলিনার দলের বৈচিত্র্য দেখার মতো। চলতি আইএসএলে সেটপিস থেকে সর্বাধিক লক্ষ্যভেদও পালতোলা নৌকার (৮)। এই পর্বে আপুইয়া, অনিরুদ্ধ থাপার প্রেসিং ফুটবলের দাপটে মাঝমাঠের দখল নেয় মোহন বাগান। বক্স টু বক্স মিডিওর ভূমিকায় অনবদ্য আপুইয়া। তিনিই ম্যাচের সেরা। 
লোবেরা বুদ্ধিমান কোচ। তাঁর দলে সিনিয়র ফুটবলার বেশি। তিনি জানতেন, লিস্টনদের গতির সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। সেটা বুঝেই দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য ঝাঁপান ওড়িশার স্প্যানিশ কোচ। একবার পুইতিয়ার শট ক্রসপিসে প্রতিহতও হয়। ৬০ মিনিটে বোমাসের মাইনাসে সহজ সুযোগ নষ্ট করেন রয় কৃষ্ণা। এছাড়াও সেভিয়ার গামার শট রুখে ত্রাতার ভুমিকা নেন বিশাল। কিন্তু বোমাস, জাহুর দমে টান পড়তেই খোলস ছাড়েন লিস্টনরা। দাঁতে দাঁত চেপে দুর্গ অটুট রাখলেন মোর্তাদা ফল। ৬২ মিনিটে ফাঁকায় বল পেয়ে অমরিন্দারকে পরাস্ত করতে পারেননি বার্থ ডে বয় পেত্রাতোস। তিনি যেন গত মরশুমের ছায়া। সেই কারণেই স্টুয়ার্টের অভাব এত প্রকট। পাশাপাশি অনিরুদ্ধ থাপার চোটও চিন্তায় রাখবে থিঙ্কট্যাঙ্ককে।
মোহন বাগান: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড, শুভাশিস, আপুইয়া, অনিরুদ্ধ (টাংরি), লিস্টন (আশিক), পেত্রাতোস, মনবীর (সাহাল) ও ম্যাকলারেন (কামিংস)।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা