খেলা

মরশুমে প্রথমবার হারল পিএসজি

লেন্স- ৩             :        পিএসজি- ১

প্যারিস: বিশ্বকাপ জয়ের আনন্দ পালনে ব্যস্ত লায়োনেল মেসি। তাই এখনও ক্লাবে যোগ দেননি তিনি। এছাড়া কার্ড সমস্যায় ছিলেন না নেইমারও। দুই তারকা ফুটবলারের অনুপস্থিতিতে ভরসা জোগাতে ব্যর্থ কিলিয়ান এমবাপেও। হার দিয়েই নতুন বছরে শুরু পিএসজি’র। রবিবার ফরাসি লিগে অ্যাওয়ে ম্যাচে লেন্সের কাছে ১-৩ গোলে বশ মানল প্যারিসের ক্লাবটি। উল্লেখ্য, চলতি মরশুমে এটাই তাদের প্রথম হার। ম্যাচে লেন্সের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে সেমিস্লাভ ফ্রাঙ্কোভস্কি, লয়িস ওপেন্ডা ও অ্যালিক্সেস ক্লদে মরিস। পিএসজি’র একমাত্র গোলটি হুগো একিতিকের। হারলেও লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখলেন এমবাপেরা। ১৭ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪৪। সমসংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স।
টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে রবিবার মাঠে নামে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে শুরুতেই গোল হজম করে ক্রিস্টোফে গালতিয়েরের দল। ৫ মিনিটে বক্সের ডানদিক থেকে ভেসে আসা ক্রস পুরোপুরি বিপন্মুক্ত করতে ব্যর্থ পিএসজি দুর্গপ্রহরী ডোনারুমা। ফিরতি বল জালে জড়াতে ভুল হয়নি ফ্রাঙ্কোভস্কির (১-০)। তবে এই লিড দীর্ঘায়িত হয়নি। মিনিট তিনেকের মধ্যেই পিএসজিকে ম্যাচে ফেরান একিতিকে (১-১)। ২৮ মিনিটে লেন্সের দ্বিতীয় গোল। এবার প্রতি-আক্রমণ থেকে থ্রু পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান ওপেন্ডা (২-১)। এদিন পিএসজি’র আপফ্রন্টে বেশ ছন্নছাড়া দেখায় এমবাপেকে। তাল মিলিয়ে রক্ষণও ছিল বেশ নড়বড়ে। প্রথমার্ধের দাপট ধরে রেখে ৫৮ মিনিটে পিএসজির জালে তৃতীয়বারের জন্য বল জড়ায় লেন্স। এবার স্কোরশিটে নাম তোলেন অ্যালিক্সেস ক্লদে মরিস (৩-১)।
ম্যাচ হারের পর স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে হতাশ কোচ গালতিয়ের। বিশেষত রক্ষণ সংগঠন নিয়ে বেশি চিন্তায় তিনি। এদিকে, জয়ের পর ফরাসি তারকা এমবাপেকে খোঁচা দিতে ছাড়লেন না লেন্সের আর্জেন্তাইন ডিফেন্ডার ফাকুন্দো মেডিনা। ম্যাচ শেষে তিনি জানান, ‘মেসি ছিল না বলেই আমাদের কাজ সহজ হয়ে গিয়েছিল। পিএসজির বর্তমান দলে ওর সমতুল্য কেউ নেই। নেইমার থাকলে হয়তো আমাদের লড়াইটা আরও কঠিন হতো।’ এদিকে, দলের হারের দিনই ছুটিতে চলে গেলেন এমবাপে। ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গালতিয়ের জানান, ‘এমবাপে ও হাকিমি ১০ দিনের জন্য ছুটি চেয়েছিল। ওদের আবেদন মঞ্জুর করা হয়েছে।’
24Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা