বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মণিপুরে আটকে নবদ্বীপের বেশ
কয়েকজন, উদ্বিগ্ন রাজ পরিবার

সংবাদদাতা, নবদ্বীপ: অশান্ত মণিপুর। হিংসার ঘটনায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। নবদ্বীপের বেশ কয়েকজন বাসিন্দা মণিপুরে আটকে পড়েছেন। পরিবারের লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে প্রতিটা মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়।
নবদ্বীপ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে মণিপুর রাজবাড়ি রয়েছে। এখানে বংশ পরম্পরায় মণিপুরী সম্প্রদায়ের বেশকিছু পরিবারের বসবাস। সেইসঙ্গে রয়েছে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রতিষ্ঠিত অনু মহাপ্রভুর বিগ্রহ। মণিপুর থেকে বহু মানুষ এই মন্দির দর্শনে আসেন। এখানে বছরভর বিভিন্ন অনুষ্ঠান হয়। মণিপুরবাসীর কাছে ইনি গৃহদেবতা। বংশ পরম্পরায় রাজা ভাগ্যচন্দ্র মহারাজের বংশধররা এখানে আছেন। প্রায় ১০টি পরিবার এখানে রয়েছে। 
মহারাজ ভাগ্যচন্দ্রের ষষ্ঠতম বংশের রাজকুমার টিকেন্দ্রজিৎ সিংহ বলেন, মহারাজ ভাগ্যচন্দ্র  ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন। ১৭৯৮ সালে মহারাজ স্বপ্নাদেশ পেয়ে নবদ্বীপের মণিপুরে অনু মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বছরভর বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকে। সেপ্টেম্বর মাসে মহারাজ ভাগ্যচন্দ্রের তিরোধান দিবস। সেই উপলক্ষ্যে মণিপুরের বিভিন্ন শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করতে আসেন। সংগঠনের দায়িত্ব পালন করেন  দাদা  রাজকুমার রণজিৎ সিং ও ছেলে রাজকুমার বিজয় সিং। ওঁরা অনুষ্ঠানের জন্য মণিপুরের শিল্পীদের আমন্ত্রণ করতে গিয়ে ওখানে আটকে পড়েছেন। ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না। খুবই উৎকণ্ঠায় রয়েছি। ওরা যতক্ষণ না ফিরে আসছে পরিবারের সদস্যরা দুশ্চিন্তা মুক্ত হতে পারছেন না। 
টিকেন্দ্রজিতের স্ত্রী রানিদেবী বলেন, ৩৪ বছর ধরে এখানে আছি। ভাগ্যচন্দ্র মহারাজের প্রচেষ্টায় এখানে মণিপুরে অনু মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা হয়।  আমার ভাশুর ও ছেলে গত মাসের ২৫ তারিখে ইম্ফলে  গিয়েছে। ওদের মে মাসের ২ তারিখের মধ্যে ফিরে আসার কথা ছিল। তিনদিন আগে একবার মাত্র যোগাযোগ করতে পেরেছিলাম। ফোনে ওরা বলেছিল,  চিন্তা করতে হবে না। কিন্তু, আমাদের মন মানছে না। নবদ্বীপ থেকে আমরা টিকিট কেটেও পাঠাতে পারছি না। গোলমাল যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। তারজন্য আরও সমস্যা হচ্ছে। নবদ্বীপের মণিপুর রাজবাড়ির পাশেই দোকান রয়েছে হরিওম আগরওয়ালের। তিনি বলেন, ৩০ বছর ধরে নবদ্বীপে বসবাস করছি। এখান থেকে রেডিমেড পোশাক, শাড়ি, শার্ট ইত্যাদি মণিপুরের ইম্ফলে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। ব্যবসায়িক কারণে ছেলে ও এক কর্মচারী ইম্ফলে গিয়েছিল। ওখানেই আটকে আছে। মণিপুরে সংঘর্ষ বেধেছে। ওখানে কার্ফু চলছে। ওরা যতক্ষণ না বাড়ি ফিরছে খুবই চিন্তার মধ্যে আছি। 
 মণিপুর রাজ পরিবারের মন্দির। নিজস্ব চিত্র
20Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা