বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কাঁকসায় অজয়ে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার

সংবাদদাতা, মানকর: কাঁকসায় অজয় নদে তলিয়ে যাওয়া দুই নাবালকের মধ্যে একজনের দেহ উদ্ধার হল বুধবার। জয়দেব মেলা দেখতে এসে মঙ্গলবার বিকেলে তারা শিবপুর ঘাটের অদূরে নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে যায়। তারপর থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল রায়(১৫)। অপর জন শুভম মণ্ডল(১৭) এখনও নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ দুর্গাপুরের চাষিপাড়া এলাকার টালিগঞ্জের বাসিন্দা তিন বন্ধু জয়দেব মেলা দেখতে এসেছিল। আচমকা রাহুল ও শুভম ঠিক করে অজয় নদে স্নান করবে। বন্ধু নিষেধ করলেও তারা সে কথায় কান দেয়নি। এরপর গামছা পরে তারা নদের জলে নেমে পড়ে। সাঁতার না জানায় দু’জনেই জলে তলিয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে কাঁকসা থানার পুলিস ও উদ্ধারকারী দল এসে উপস্থিত হয়। ডুবুরি ও স্পিডবোট নিয়ে খোঁজ শুরু হয়। কিন্তু মঙ্গলবার অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ আর করা যায়নি। বুধবার সকাল থেকেই দু’জন ডুবুরি ও একটি স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ শুরু হয়। যদিও ঘন কুয়াশার জন্য প্রস্তুতি নিয়েও নদে নামতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। পরে সকাল সাড়ে ১১টা নাগাদ রাহুলের দেহ উদ্ধার হয়। যেখানে ডুব দিয়েছিল তার থেকে কিছুটা দূরেই দেহ পাওয়া যায়। শুভমের বাবা মহাদেব মণ্ডল বলেন, গতকাল দুপুর ১টা নাগাদ দুর্গাপুর ব্যারেজ যাওয়ার নাম করে ও ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ছেলে এখানে এসেছিল। এখানে কোনও নিরাপত্তা নেই। আজ বাঁশ বাঁধা রয়েছে। গতকাল তাও ছিল না। অবৈধভাবে বালি তোলার জন্য বাইরে থেকে আসা মানুষের পক্ষে জানা সম্ভব নয় এখানে কতটা গভীর। যদি ব্যারিকেড দিয়ে সাবধান বলে লেখা থাকত তাহলে এই বিপদ হতো না। নাবালকদের বন্ধু দেবাশিস সান্যাল বলে, মকর সংক্রান্তির দিনে প্রথমে আমাদের দামোদর যাওয়ার কথা হয়েছিল। পরে মত পরিবর্তন করে জয়দেব আসা ঠিক হয়। স্থানীয়দের অভিযোগ, অজয় নদ থেকে অবৈধভাবে বালি চুরি হয়। ফলে নদের বিভিন্ন জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়। অনেকেই স্নানের জন্য নির্দিষ্ট ঘাট থাকলেও সেখানে না গিয়ে নদের যে কোনও জায়গায় নেমে স্নান করতে যায়। ফলে প্রায় প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটে। নিরাপত্তা বিষয়ে এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, মেলার দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যে স্থানে এই ঘটনা ঘটেছে তা স্নান করার নির্দিষ্ট ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।।  নিজস্ব চিত্র
27m 5s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা