বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ফুলশয্যার রাতে ডাকাত দলের হানা, ঠাকুর্দার
বন্দুকে শক্তি খুঁজে বাউল সাধনায় শ্যামল পাত্র

 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ‘ভালো মন্দের সংসার, ওরে খ্যাপা একহাতে প্রেম অন্য হাতে শক্তি ধর...।’  মানবপ্রেম আর অভয় দেওয়ার এমনই সব গান বাঁধেন পুরশুড়ার শ্যামপুরের শ্যামল। এলাকায় তাঁকে সবাই চেলেন বাউল শ্যামলকুমার পাত্র বলে। কেউ কেউ বলেন—শ্যামল বাউল। বছর পনেরো আগে নিজের বিয়ের সময় বাড়িতে ডাকাত পড়েছিল। উৎসবমুখর বাড়িতে নেমে এসেছিল আতঙ্ক। তারপর থেকেই ঘরে রাখা বন্দুকই উঠেছে তাঁর গান সাধনায় শক্তির প্রতীক।
পুরশুড়া এলাকার বাসিন্দারা একসময় রাত নামলেই দরজা জানলা বন্ধ করে ঘরে ঢুকে পড়তেন। ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা। ঘরের জিনিসপত্র লুটের সঙ্গে ডাকাতদের হাতে মারধরের ঘটনাও ঘটত। এলাকার বাসিন্দারা আতঙ্কিত থাকতেন সর্বদা। সেই ক্ষতচিহ্নের স্মৃতি এখনও বয়ে বেড়ান এলাকার বহু মানুষ। শ্যামলবাবুও তাঁদের একজন। সোমবার দুপুরে আরামবাগ মহকুমা প্রশাসনিক ভবনে শ্যামল বাউল বলছিলেন, ‘২০০৭ সালের ১৪ ডিসেম্বর রাতে আমার বিয়ের বউভাত ছিল। ভোজের খাওয়া দাওয়া সেরে নিমন্ত্রিতরা ফিরে গিয়েছেন। আত্মীয়স্বজনরা একটু বেশি রাত পর্যন্ত জেগেছিলেন। আর পাঁচটা বিয়েবাড়িতে যেমন হয়। রাত আরও একটু গভীর হতেই একটি ডাকতদলের কয়েকজন বাড়িতে ঢুকে পড়ে। বাকিরা বাইরে ছিল। আমরা স্তম্ভিত হয়ে যাই। আত্মীয়স্বজনের চিৎকারে গ্ৰামবাসীরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসেন। গ্ৰামবাসীদের এভাবে মারমুখী দেখে পুরো দলটাই পালিয়ে যায়। সেদিনই বুঝি, জীবনে প্রেম আর শক্তি সমার্থক। সেই অভিজ্ঞতা থেকেই মানব প্রেম ও অভয় দেওয়ার গান গেয়ে চলেছি।’ 
কিন্তু বন্দুকটা বাউল সাধনার প্রতীক কেন? শ্যামলবাবুর হাতে ধরা বন্দুকটা আসলে তাঁর ঠাকুর্দার। বারো বোরের ডিবিবিএল।এদিন মহকুমা শাসকের অফিসে বন্দুকের লাইসেন্স নবীকরণ করাতে এসেছিলেন। তখনই স্মৃতিচারণ করেছিলেন পুরশুড়ার সেই ভয়ঙ্কর অতীতের। বলছিলেন, ‘ভয় আর প্রেম হাত ধরাধরি করেই হাঁটে। তাই আমার বাউল সাধনায় শক্তির প্রতীক এই বন্দুক।’ 
শ্যামল বাউলের পড়শি গোপাল মান্না। তিনি এদিন বলছিলেন, ‘সেদিনের সেই ঘটনা এখনও আমাদের স্মৃতিতে টাটকা। সদ্য যুবা শ্যামলের ফুলশয্যার রাত ছিল। উৎসবমুখর রাতে ডাকাত দলের হানায় গ্ৰামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গ্ৰামবাসীদের চেষ্টায় ডাকাতরা পালিয়ে গেলেও শ্যামলকে এক অন্য অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তী সময়ে যেটা তার বাউল সাধনায় ভিন্নমাত্রা যোগ করেছে।’ ভাইয়ের বাউল চর্চায় খুশি দাদা অমল পাত্রও। তিনি বলেন, ‘ভাইয়ের গানে জীবনের কথাই উঠে আসে। মানুষকে পথ দেখায়।’ পুরশুড়ার আর এক বাউল শিল্পী স্বপন দত্ত বলেন ,‘আমাদের এই ভূমি আউল বাউলের। তাঁরা যেমন শক্তির আরাধনা করেন তেমন মানুষের বিবেক জাগিয়ে তুলতে প্রেমও বিলি করেন। এই শিক্ষার কথাই বাউল শ্যামল প্রচার করছেন। তাঁর জয় হোক। শ্যামপুর এলাকার বাসিন্দা প্রকাশ রায় বলেন,  ‘শ্যামল বাউল এই এলাকায় খুবই পরিচিত। মানুষ তাঁকে ভালোও বাসে। ওঁর বাউল গানে ভিন্ন সুর আছে। যা মানুষকে উজ্জীবিত করে।’ 
24Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা