দেশ

আজ বৈঠকে জেএমএম, কল্পনার মুখ্যমন্ত্রী পদে সিলমোহরের জল্পনা

রাঁচি: আজই কি স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেবেন হেমন্ত সোরেন? বুধবার জোট সরকারের বিধায়কদের বৈঠক ডেকেছে জেএমএম। মঙ্গলবার জেএমএমের সাধারণ সম্পাদক বিনোদকুমার পান্ডে বিধায়কদের চিঠি লিখেছেন। তাতে বলা হয়েছে, ‘বুধবার বিকাল সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবনে জোট সরকারের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। নির্দিষ্ট সময়ে আপনারা বৈঠকে উপস্থিত হন।’ জেএমএম সূত্রে জানানো হয়েছে, জমি দুর্নীতি মামলায় ইডির সমন নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরবর্তী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। সূত্রের খবর, বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে কল্পনার নামে সিলমোহর পড়তে চলেছে। যদিও এই আবহে গান্ধে বিধানসভা কেন্দ্র থেকে স্ত্রী কল্পনার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছেন হেমন্ত। তাঁর মতে, গোটা বিষয়টিই বিজেপির মস্তিষ্কপ্রসূত।
জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যে ছ’বার ইডির সমন এড়িয়েছেন হেমন্ত। শনিবার সপ্তমবারের জন্য তাঁকে সমন পাঠিয়েছে ইডি। আর সোমবারই ইস্তফা দেন গান্ডে কেন্দ্রের বিধায়ক সরফরাজ আহমেদ। ইস্তফার কোনও কারণ জানাননি সরফরাজ। এরপরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, কল্পনাকে সরফরাজের কেন্দ্রে প্রার্থী করতে চায় জেএমএম। তাঁকেই মুখ্যমন্ত্রী পদ সঁপে দিতে চলেছেন হেমন্ত। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি মঙ্গলবার বলেন, জেএমএম সরকারের পক্ষ থেকে কল্পনাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হতে পারে। সেই পথ আটকাতে রাজ্যপাল যাতে আইনজ্ঞদের সাহায্য নেন, তার আর্জি জানানো হবে। তবে এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর বলেন, সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে। 
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা