দেশ

তুষারপাতে হিমাচলে আটকে পড়া পাঁচ হাজার পর্যটক উদ্ধার

কুলু: বরফে ঢাকা সোলাং নালার রাস্তা। চলছে প্রবল তুষারপাত।  এই প্রতিকূল আবহাওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে সার সার দাঁড়িয়ে পড়ে পর্যটকদের গাড়ি।  হিমাচল প্রদেশের কুলুর পর্যটনস্থল সোলাং নালায় শুক্রবার প্রায়  পাঁচ হাজার পর্যটক আটকে পড়ে। তারপরই তৎপর হয় প্রশাসন। শেষপর্যন্ত আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। 
পুরু বরফে ঢাকা আঁকাবাঁকা পিচ্ছিল পাহাড়ি পথের প্রতিকূলতাকে হার মানিয়ে রাত থেকেই পর্যটকদের উদ্ধারকাজ শুরু করেন পুলিসকর্মীরা। কুলু পুলিসের তরফে জানানো হয়, অন্তত হাজার খানেক গাড়িতে পাঁচ হাজার পর্যটক ছিলেন। তাঁদের সকলকেই উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তবে অভিযান এখনও চলছে। আরও কোনও পর্যটক আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 
আবহাওয়া দপ্তরের তরফে শুক্রবারই জানিয়ে দেওয়া হয়, আগামী বেশ কয়েকদিন হিমাচলে প্রবল তুষারপাত ও কড়া শৈত্যপ্রবাহ চলবে। ২৭ ও ২৮ ডিসেম্বরের জন্য সতর্কবার্তাও জারি হয়েছিল। শনিবার জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হবে। তার জেরে সমতলের মধ্যে বিলাসপুর, হামিরপুর ও উনায় ঠান্ডা বাড়বে। অন্যদিকে ১ জানুয়ারি পর্যন্ত মাণ্ডি, কুলু এবং চাম্বায় হাড়কাঁপানো শীত থাকবে বলেও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। 
অন্যদিকে, ১ জানুয়ারির পর সমতল ও পাহাড়ে ঘন কুয়াশা থাকবে। এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা