দেশ

‘চীনা আগ্রাসন’ রুখতে এবার ইস্পাত আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সস্তার চীনা ইস্পাতে ছয়লাপ ভারতীয় বাজার। কোণঠাসা দেশের সংস্থাগুলি। এই পরিস্থিতিতে আমদানির উপরে রাশ টানার জোরাল দাবি উঠল খোদ কেন্দ্রীয় সরকারের অন্দরে। সামনেই সাধারণ বাজেট। তার আগে ‘চীনা আগ্রাসন’ রুখতে ইস্পাত আমদানির উপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার আর্জি জানাল ইস্পাত মন্ত্রক। এই বিষয়ে অর্থমন্ত্রককে চিঠি দিয়েছে তারা।
বর্তমানে ইস্পাত আমদানির উপরে শুল্কের হার সাড়ে ৭ শতাংশ। তা বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি উঠেছে। এক্ষেত্রে ইস্পাত মন্ত্রকের বক্তব্য, চীনের ইস্পাত অনেক সস্তা। যে কারণে এদেশের বাজার ক্রমশ গ্রাস করছে তারা। দিনকে দিন বাড়ছে আমদানি। ২০২৩ সালে যে পরিমাণ ইস্পাত চীন থেকে আমদানি হয়েছিল, ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত তার ৩৫ শতাংশ বেশি আমদানি হয়েছে। আর সামগ্রিক ইস্পাত আমদানির হার ৪৫ শতাংশ ছাড়িয়েছে। স্বাভাবিকভাবেই আমদানির চাপে সঙ্কটে স্বদেশি সংস্থাগুলি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও আছে। বিশেষত ফিনিশড স্টিল আমদানি উল্লেখযোগ্য বেড়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে তারা।
চলতি বছরে ৮০ লক্ষ টন ইস্পাত আমদানি হয়েছে। এর মধ্যে এপ্রিল থেকে সেপ্টেম্বর— এই ছ’মাসে ফিনিশড স্টিল আমদানি সব রেডর্ক ছাপিয়ে যায়। আইন অনুযায়ী কাঁচামাল হিসেবে আমদানি করা ইস্পাতের তুলনায় ফিনিশড স্টিলে শুল্ক বেশি। অভিযোগ, শুল্ক ফাঁকি দিয়ে বেআইনিভাবে ফিনিশড স্টিল দেশে ঢুকছে। যার দাম অনেক কম। এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এমন পর্যায়ে উঠল আমদানিতে শুল্ক বৃদ্ধির দাবি। আর সেই দাবি উঠল সরকারের অন্দরেই।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা