দেশ

মূল্যবৃদ্ধির আগুনে ছাই চাপা দিতে ক্রয়ক্ষমতা বৃদ্ধির প্রচার কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল্যবৃদ্ধির আঁচে আম জনতার হাঁড়ির হাল! সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা চলতি অর্থবর্ষের প্রথমার্ধেই যেখানে দাঁড়িয়েছিল, তা বিগত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। উৎসবের মরশুমেও কমেছে পণ্য ক্রয়ের প্রবণতা। অথচ নরেন্দ্র মোদি সরকার তা মানতে নারাজ। তাদের একটাই রা—ভারত খুব তাড়াতাড়ি পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ হবে। এমনকী বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমাও পাবে। এবার নতুন করে ঢাক পেটানো হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির আমলে দেশবাসীর ক্রয়ক্ষমতা নাকি বেড়েছে। কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ২০১১-১২ অর্থবর্ষে গ্রামে মাথা পিছু মাসিক খরচ ছিল ১ হাজার ৪৩০ টাকা। চলতি আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৪ হাজার ১২২ টাকা। আর শহরের ক্ষেত্রে ২ হাজার ৬৩০ টাকা থেকে তা ৬ হাজার ৯৯৬ টাকায় পোঁছেছে। অর্থাৎ, মানুষের আয় বেড়েছে। তাই তো তারা খরচ বাড়াতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যিই তাই? গোটা দেশ যেভাবে দীর্ঘ সময় ধরে মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে, তার কোনও আঁচ ওই রিপোর্টে নেই। অর্থনীতিবিদদেরও বক্তব্য, মূল্যবৃদ্ধির আগুনে ছাই চাপা দিতে ক্রয়ক্ষমতা বৃদ্ধির এই প্রচার মোদি সরকারের। কারণ, অগ্নিমূল্য বাজারের হিসেব ধরলে বাস্তবে আয় কমেছে সাধারণ মানুষের। 
এর আগে বিভিন্ন আর্থিক সংস্থার পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার সমীক্ষায় বলা হয়েছে, যেভাবে মানুষের ব্যয় বাড়ছে এবং সঞ্চয় কমছে, সেটা অর্থনীতির পক্ষে বিপজ্জনক। কারণ, নিত্যব্যবহার্য পণ্য কিনতেই জনতার পকেট শেষ হয়ে যাচ্ছে। তাই ব্যাঙ্ক অথবা আর্থিক সংস্থায় সঞ্চয় কিংবা লগ্নি যথাযথ পরিমাণে হচ্ছে না। সেই প্রেক্ষিতেই কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টকে কার্যত নস্যাৎ করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, কেন্দ্র যে রিপোর্ট পেশ করেছে, তাতে মূল্যবৃদ্ধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ ২০১১-১২ অর্থবর্ষে জিনিসপত্রের যা দাম ছিল, সেই একই জিনিস কিনতে এখন অনেক বেশি খরচ করতে হয়। ধরা যাক, সেই সময় কেউ ১০০ টাকা রোজগার করলে, প্রয়োজনীয় জিনিস কিনতে ৬০ টাকা খরচ করতেন। এখন সেই একই জিনিস কিনতে তাঁকে ১৮০ টাকা খরচ করতে হয়। এখন হয়তো সেই ব্যক্তির রোজগার ২০০ টাকা। কেন্দ্রের হিসেব অনুযায়ী, ওই ব্যক্তির আয় দ্বিগুণ হয়েছে। তাই তিনি ১৮০ টাকা খরচ করতে পেরেছেন। অথচ আগে তিনি মাসে ৪০ টাকা সঞ্চয় করতেন। আর এখন মাত্র ২০ টাকা। সৌজন্যে মূল্যবৃদ্ধি! আর সেটাকেই আমল দিতে নারাজ কেন্দ্র।
বিষয়টি নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমানে মুখ্যমন্ত্রী তথা অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, মূল্যবৃদ্ধির হিসেবকে বাদ রাখলে কখনই বাস্তব তথ্য পাওয়া যায় না। বাস্তবে সাধারণ মানুষের খরচযোগ্য আয় কমেছে। খাদ্যপণ্যের দাম সবচেয়ে কঠিন সঙ্কট তৈরি করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক মানুষ, যাঁদের রোজগার কম। জিনিসপত্রের দাম এতটাই বেশি যে, তাঁদের সঞ্চয়ের সুযোগ নেই। কোনওভাবে কর্মক্ষমতা হারালে বা কোনও অঘটন ঘটলে তাঁরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। মধ্যবিত্তদের সঙ্কটও মারাত্মক। সঞ্চয় করতে পারছেন না। সাধারণ মানুষ যদি দৈনন্দিন সংসার চালাতেই প্রায় সবটা খরচ করেন, তাহলে টিভি, ফ্রিজের মতো ভোগ্যপণ্য কেনার মতো দীর্ঘমেয়াদী খরচে কম ঝুঁকবেন। এতে শিল্পোৎপাদনের একটা বড় অংশ মার খাবে, দাবি অমিতবাবুর।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা