দেশ

কংগ্রেসের অভিযোগে আপের প্রকল্প নিয়ে তদন্তের নির্দেশ

নয়াদিল্লি: বিধানসভা ভোটের আগে দিল্লিতে বেলাগাম কুস্তি ‘ইন্ডিয়া’ শিবিরে। কংগ্রেস নেতা অজয় মাকেনের মন্তব্যে ক্ষুব্ধ আম আদমি পার্টি (আপ) ক’দিন আগেই দাবি তোলে, ‘ইন্ডিয়া’র মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হোক কংগ্রেসকে। আর এবার কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের অভিযোগের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দলের ঘোষিত প্রকল্প নিয়ে তদন্তের নির্দেশ দিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। কংগ্রেস নেতা দীক্ষিতের অভিযোগ, মহিলাকল্যাণ যোজনার নাম করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারি প্রকল্পের ফর্ম পূরণের অজুহাতে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন আপ কর্মীরা। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে আপ শাসিত পাঞ্জাবের গোয়েন্দাদের দিয়ে দিল্লির কংগ্রেস প্রার্থীদের উপর নজরদারি চালানো হচ্ছে। দিল্লির ভোটে কাজে লাগাতে পাঞ্জাব থেকে নগদ টাকাও আনছে আপ নেতৃত্ব। এই পরিপ্রেক্ষিতে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর তদন্তের নির্দেশ দিতেই শনিবার পাল্টা আসরে নামেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, মহিলা ও বয়স্কদের জন্য আপের ঘোষিত কর্মসূচি বন্ধ করতে ভোটের আগে হাত মিলিয়েছে কংগ্রেস ও বিজেপি। কারণ তারা হারের ভয় পাচ্ছে।
বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্পের ঘোষণা করেছিল আপ। ভোটে জিতলে এই অর্থ সহায়তা মাসে ২১০০ টাকা করার কথা জানানো হয়। সেই সঙ্গেই বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত প্রকল্পের কথাও জানানো হয়। ঘটনাচক্রে ক’দিন আগেই দিল্লির মহিলা ও শিশুকল্যাণ দপ্তর ক্ষমতাসীন আপের দলীয় কর্মসূচি থেকে দূরত্ব তৈরি করেছিল। তারা জানিয়েছিল, সরকারিভাবে এই ওই প্রকল্প চালুর আগে বিজ্ঞাপ্তি জারি করা হবে। সেই মোতাবেক তথ্য সংগ্রহের জন্য একটি পোর্টাল খোলা হবে। ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহের যেকোনও চেষ্টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এরপরই গত বুধবার লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের অভিযোগ করেন, সরকারি প্রকল্পে নাম রেজিস্ট্রেশনের অছিলায় সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাক্ষর সংগ্রহ করছে আপ। কংগ্রেস নেতার ‘জালিয়াতি’র এই অভিযোগের প্রেক্ষিতেই এদিন দিল্লির মুখ্য সচিব ও পুলিস কমিশনারকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেন সাক্সেনা। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে কেউ যদি তথ্য সংগ্রহ করে থাকেন তাহলে পুলিস কমিশনার তাঁদের বিরুদ্ধে ফিল্ড অফিসারদের আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন। 
যদিও আপের অভিযোগ, কংগ্রেসের অভিযোগকে সামনে রেখে বাস্তবে অমিত শাহের দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নরকে। সেই সূত্রেই তদন্তের এই নির্দেশ।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা