বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

গণিতের ‘নোবেল’ পেলেন কলকাতা
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সি আর রাও

নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরো নাম ক্যালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও। বয়স ১০২ বছর। নোবেল পুরস্কারের সমতুল্য আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই ভারতীয় বংশোদ্ভূত গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ। পুরস্কারের আর্থিক মূল্য ৮০ হাজার ডলার। জুলাই মাসে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের দ্বিবার্ষিক বিশ্ব পরিসংখ্যান কংগ্রেস হবে কানাডায়। সেখানেই তাঁকে সম্মানিত করা হবে। প্রসঙ্গত, চিকিৎসা গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান ও তার প্রয়োগ নিয়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে সি আর রাওয়ের। স্ট্যাটিসটিক্স ফাউন্ডেশনের চেয়ার অব দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ গাই ন্যাসন বলেছেন, ‘এই পুরস্কারের মাধ্যমে আমরা সি আর রাওয়ের কাজকেই মেলে ধরছি। তিনি শুধু পরিসংখ্যানগত চিন্তাভাবনাতেই বৈপ্লবিক পরিবর্তন আনেননি। বিজ্ঞানের সঙ্গে মানুষের সম্পর্ক বোঝানোর চেষ্টা চালিয়েছেন। ১৯৪৫ সালে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোস্যাইটির বুলেটিনে রাওয়ের এই গবেষণাগুলি প্রকাশিত হয়েছিল। এর মধ্যে প্রথমটি হল ক্র্যামার-রাও লোয়ার বাউন্ড, দ্বিতীয়টি হল রাও-ব্ল্যাকওয়েল থিওরি এবং তৃতীয়টি হল ইনফরমেশন জিওমেট্রি। হিগস-বোসন কণা থেকে শুরু করে আধুনিক যুগে রেডার ও অ্যান্টেনার প্রযুক্তিতেও তাঁর তত্ত্ব প্রয়োগ করা হয়। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সবচেয়ে চর্চিত বিষয়ও দাঁড়িয়ে তাঁর তত্ত্বের উপর। 
তাঁর এই পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত কলকাতার শিক্ষামহল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আশিসকুমার চট্টোপাধ্যায় জানালেন, ‘উনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিসটিক্সের প্রথম ব্যাচের ছাত্র। তখন বিভাগীয় প্রধান ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। তিনি ওঁকে খুব স্নেহ করতেন। অধ্যাপক সি আর রাও স্ট্যাটিসটিক্সের উপর প্রচুর কাজ করেছেন। তিনিই প্রথম বিভিন্ন জায়গায় স্ট্যাটিসটিক্সের প্রয়োগ এবং তার জন্য উপযুক্ত থিওরি ডেভেলপমেন্টের কাজ করেছিলেন। বায়োমেট্রিক্যাল রিসার্চের উপর তাঁর যে বই রয়েছে, অনেক বড় বড় বিজ্ঞানী রেফারেন্স হিসেব তা ব্যবহার করেন। ওঁনার আর একটি বই লিনিয়ার স্ট্যাটিসটিকাল ইনফারেন্স আজও আমাদের পাঠ্যপুস্তকের তালিকায় রয়েছে।’ আশিসবাবু বলেন, ‘খবরটি পেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় গর্বিত ও সম্মানিত। উনি জীবনে জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। তাঁর মুকুটে আরও একটি বিশেষ সম্মান যুক্ত হল।’ 
22Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা