বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

২৭ বছর পর দিল্লিতে ফুটল পদ্ম, অনেকটা পিছিয়ে আপ, শূন্য কংগ্রেস

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: দিল্লির মসনদ বিজেপিরই দখলে। দীর্ঘ টানাপোড়েন, লড়াইয়ের পর রাজধানীর জনতার রায় গেরুয়া শিবিরের দিকেই। ফলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার স্বপ্ন অধরাই রয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির মসনদে ফুটল পদ্ম। অন্যদিকে, আলাদা ভাবে নির্বাচনে লড়ে খাতাই খুলতে পারল না কংগ্রেস শিবির।
কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। আজ শনিবার সকালেও সেই প্রবাদ বাক্যই সত্যি বলে প্রমাণিত হল। সকাল থেকেই আপ-কে মাথা তুলতে দেয়নি বিজেপি। পোস্টাল ব্যালট গণনার সময় থেকেই পিছিয়ে পড়েছিল আপ। পুরো গণনা চলাকালীন একটি বারের জন্যও এগিয়ে থাকা সিটের নিরিখে বিজেপিকে ছুঁতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু সকাল ১১টা নাগাদই এগিয়ে থাকা আসনের নিরিখে ৩৬-এর ম্যাজিক ফিগার স্পর্শ করেছিল পদ্ম শিবির।
সন্ধে ৬টা পর্যন্ত ইলেকশন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, মোট ৭০টি আসনের মধ্যে ৪৪টিতে জয়ী হয়েছে বিজেপি ও ২১টি-তে জয় পেয়েছে আপ শিবির। তবে অন্যদিকে, গণনা চলছে এমন আসনের মধ্যে ৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও মাত্র ১টি আসনে এগিয়ে আপ। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। ফলে পদ্ম শিবিরের জয়ে যে সিলমোহর পরে গিয়েছে, তা আর বলার অপেক্ষা থাকে না।
জয় নিশ্চিত বুঝতে পেরেই দুপুর থেকেই দিল্লির রাস্তায় বাজি, পটকা ফাটিয়ে উৎসবে শামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। কার্যত হার মেনে নিয়ে স্তিমিত ঝাড়ুর দাপট। এমনকী, হারের সম্মুখীন হতে হয়েছে আপ-এর হেভিওয়েট প্রার্থীদেরকেও। নয়াদিল্লি আসন থেকে বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার কাছে ৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও, জংপুরা থেকে বিজেপি প্রার্থী তরবিন্দর সিংয়ের কাছে পরাজিত হয়েছেন মণীশ সিশোদিয়া। তিনি ৬৭৫ ভোটে পরাজিত হয়েছেন। তবে মুখরক্ষা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। কালকাজি থেকে ৩৫৮০ ভোটে জয়ী হয়েছেন তিনি। যদিও তাতে আখের লাভের লাভ কিছুই হল না আপ শিবিরের জন্য। অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিশোদিয়া হারতেই দিল্লির আপ-এর পার্টি অফিসের দরজাও বন্ধ করা হয়েছে। অন্যদিকে, উচ্ছ্বাসে ভাসছে বিজেপি।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা