বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সুচ-সুতো দিয়ে রাষ্ট্রপতির ছবি
রবি ঠাকুর-কালামও এঁকেছেন দত্তপুকুরের জহর

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কবে আসবেন পশ্চিমবঙ্গে? অধীর হয়ে সেই দিনের অপেক্ষায় রয়েছেন জহর আলি মণ্ডল। সুচ দিয়ে সুতো বুনে কাপড়ে মানুষের মুখ ফুটিয়ে তোলেন জহরবাবু। এর আগে রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর প্রতিকৃতি তৈরি করেছিলেন। সেগুলি তুলে দিয়েছিলেন তাঁদের হাতে। জুটছিল তারিফ। এখন অপেক্ষা করছেন বর্তমান রাষ্ট্রপতির জন্য। 
দত্তপুকুরের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বোরা গ্রামের বাসিন্দা আটান্ন বছরের জহর আলি। কুড়ি বছর বয়সে নিজের মামাদাদুর কাছে সুচ-সুতোর কাজ শেখা শুরু করেন। তারপর ধীরে ধীরে এই কাজে তাঁর হাতযশ বাড়ে। এখন শিল্পের নেশায় অধিকাংশ সময় কর্মস্থলে থাকেন। পরিবারের সদস্যরা সেখানেই পৌঁছে দেন দুপুর আর রাতের খাবার। দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন জহরবাবু। বয়স ষাট ছুঁই ছুঁই হলেও কাজের ভারে কাহিল হননি। সুচ আর সুতোকে নিয়ে বুনে চলেন ছবি। স্বপ্ন দেখেন একদিন দেশের মধ্যে শিল্পী হিসাবে নাম ছড়িয়ে পড়বে। তাঁর কারখানার পাশের একটি ঘরে অসংখ্য গুণীজনের ছবি ঝোলে। যা দেখার টানে অনেকে ছুটেও আসেন বোরা গ্রামে।
জহরবাবু জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি তৈরি করেছেন তিনি। কয়েকমাস ধরে দ্রৌপদী মুর্মুর ছবি তৈরির কাজ শেষ করেছেন। রাষ্ট্রপতির দপ্তরে এ বিষয়টি জানিয়ে ই মেল করে ছবিটি তাঁকে উপহার দেওয়ার প্রস্তাব দেন। জহরবাবু বললেন, ‘পুলিস আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। ব্যক্তিগত কিছু কাগজপত্র নিয়ে গিয়েছেন প্রশাসনিক কর্তারা। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। প্রশাসনিক আধিকারিকরা আমাকে জানিয়েছেন বাংলায় যখন রাষ্ট্রপতি আসবেন তখন আমি গিয়ে তাঁর হাতে উপহার তুলে দিতে পারব।’ স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন, জহরবাবুর কাছে অনেকেই সুচ-সুতোর কাজ শিখছেন। মূলত মহিলারা এই কাজে বেশি ঝুঁকছেন। শিল্পী নিজে হাতে তাঁদের প্রশিক্ষণ দেন। তিনি আমাদের গ্রামের গর্ব। 
23Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা