হাজরায় গাছ ভেঙে পড়ে বিপত্তি। আজ, শনিবার রাত ন’টা নাগাদ হাজরা মোড়ের কাছে একটি বড় গাছ ভেঙে পড়ে। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ি দুটি রাস্তার ধারেই পার্কিং করা ছিল। এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভা। গাছ ভেঙে পড়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার উদ্যান বিভাগের কর্মীরা। ৪৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে উদ্যান বিভাগ। তবে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ হাজরা রোডে যান চলাচল কার্যত বন্ধ ছিল।
2025-01-04 00:23:48শহরে ফের পুলিসের জালে সন্দেহভাজন বাংলাদেশি। আজ, শনিবার এন্টালি থানার পুলিস ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে এনআরএস হাসপাতালের কাছ থেকে। ধৃতের নাম বেবি বিশ্বাস। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’। আজ, শনিবার ছিল এর তৃতীয় দিন। ইতিমধ্যেই এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। আজ, শনিবার ‘সেবাশ্রয়’ শিবিরে উপস্থিত হয়েছিলেন মোট ১১ হাজার ৩৮৮ জন। তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৭০৫৩ জনের। এই শিবিরেই ওষুধ বিতরণ করা হয়েছে ৬৫৩৭ জনকে। বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে ২৫৩ জনকে। মোট ৪১ টি ক্যাম্পে চলছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি।
2025-01-04 23:38:40ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৯৩ টাকা | ৮৬.৬৭ টাকা |
পাউন্ড | ১০৪.৭২ টাকা | ১০৮.৪৪ টাকা |
ইউরো | ৮৬.৮১ টাকা | ৯০.১৭ টাকা |