রাশিয়ায় বড়সড় হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন নিয়ে হামলা করল ইউক্রেন। এই ঘটনার জেরে রাশিয়ার প্রধান তিনটি বিমানবন্দর থেকে বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনায় আহত হয়েছেন এক জন।
2024-11-10 17:48:51অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে দলে থাকছেন না রোহিত শর্মা ! এমনটাই জল্পনা চলছে দিনভোর। পারফরম্যান্সের জেরে নাকি, বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই নিয়েই চর্চায় ক্রিকেট মহল। পাশাপাশি উঠছে তাঁর অবসরের প্রসঙ্গও। এই টেস্টে রোহিত না খেললে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বুমরাহ। এখনও পর্যন্ত সেরকমই ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।
2025-01-02 21:20:26ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৮০ টাকা | ৮৬.৫৪ টাকা |
পাউন্ড | ১০৫.৩৬ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.০০ টাকা | ৯০.৩৫ টাকা |